নীলগিরি হিল রিসোর্ট ভ্রমণ ।। Tour to Nilgiri Hill Resort

Описание к видео নীলগিরি হিল রিসোর্ট ভ্রমণ ।। Tour to Nilgiri Hill Resort

নীলগিরি হিল রিসোর্ট ভ্রমণ ।। Tour to Nilgiri Hill Resort
অপরুপ সৌন্দর্যের নীলাভূমি আমাদের বাংলাদেশ । এ দেশে রয়েছে যেমন বিস্তৃত সমতল ভূমি তেমনি দেশের শোভাবর্ধন এই পাহাড় এলাকা। সে কারনে দেশের সবদক্ষিনে জেলা বান্দরবন পযটন সমরিদ্র এবং ইতিহাস ও ঐতিহ্যের দিক থেকে এগিয়ে আছে। এ জেলা সর্বোচ্চ রয়েছে রুপ মাধুর্য্য এ জেলাকে করেছে একেবারেই অনন্য। সার্বিক বিবেচনায় নীলগিরিকে সে জন্য বলা হয় বাংলাদেশের দার্জিলিং। বান্দারবন জেলা সদর থেকে 48 কিলোমিটার দক্ষিন পূর্ব দিকে বান্দরবন থানচি সড়কের পাশে বিদ্যেমান মুনগিরি পাহাড়।
জনপথের দৃশ্যগুলো বেশ চমৎকার। বান্দরবন শহর থেকে পাহাড়ি আঁকা-বাকা পথ বেয়ে যেতে হয় প্রকৃতির এই অপরুপ সৌন্দর্য্যমন্ডিত স্থান নীলগিরি। এখান থেকে যেদিকে চোখ দেখা মিলে শুধু বিভিন্ন আকৃতির প্রকৃতির পাহাড় ছরা, চিম্বক থানচি সড়ক নির্মাণের সময় নীলগিরি পবর্তের কাপ্তিপারা এলাকায় প্রথম সেনাবহিনীর একটি নিরাপত্তা চৌকি নির্মান হয়, পরবর্তী সেটি নীলগিরি রির্সোট হিসেবে পূনাঙ্গ পযটন কেন্দ্রে রুপ নেয়। বান্দর বন থেকে থানচি পথে যেতে থাকলে একপর্যায়ে স্বাগত জানাবে পাহাড়চূড়ায় অবস্থিত নীলগিরি পযটন কেন্দ্র। এই কেন্দ্র থোকে যেদিকে চোখ যাবে দেখা যাবে শুধু সবুজ আর বুজ। সারি সারি পাহাড়ের চারদিকে লুটিপুটি খাচ্ছে মেঘমালা। যা উড়ে বেড়াচ্ছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। প্রকৃতির বিশালতা আর বিশাল নীল আকাশ ছুয়েঁ দেখার অনুভূতিটা সম্পূণ রুপে আলাদা। পাহাড়ি উপরিভাগ থেকে লক্ষ্য করলে মনে হয় যেন একটি ভরা সমুদ্রে ভাসছে নৈশগিক নীলগিরি।
পাহাড় থেকে উচুঁ-নীচু রাস্তাগুলোকে মনে হয় খুবই সরু-আর ছোট। সিড়িঁ বেয়ে পাহাড়ের উপরে উঠলে দুর থেকে দেখা যায় আশেপাশের পাহাড়গুলোতে আদিবাসীদের কাঠ আর বাশ নির্মিত ঘরগুলো। দৃশ্যমান হয় মাথায় বেশ ধরনের টুপি পড়ে পাহাড়ি তরুনীদের নানা কাজে ছুটে চলা। বোঝা যায় ঝোপঁ-ঝাড় আর বাশের পাতার আড়ালে লুকানো আদিবাসীদের এক অনন্য সংস্কৃতি। নীলগিরি পাহাড়ের চূড়ায় নির্মিত নীল গিরি রির্সোট যেন তাদের সংস্কৃতিকে নিবিরভাবে দেখার সুযোগ করে দিয়েছে।
এছাড়া পাহাড়ের কোলঘেসে বয়ে যাওয়া সাংবী নদীর আকাঁ বাকাঁ দৃষ্টিনন্দন দৃশ্য সকলকেই মুগদ্ধ করে। মনে হয় সাংবী নধী খুবই কাছের। সাংবীর বুকদিয়ে বয়ে চলা ছোট ছোট নৌকা গুলোকে দেখলে মনে হয় কোন স্বপ্নের ঢিঙ্গী বয়ে চলেছে সাংবী নদী দিয়ে। প্রকৃতির অপরুপ

মনমুগদ্ধকর নয়নাভিরাম এই দৃশ্যগুলো পযটকদের স্মৃতিতে ধরে রাখার জন্য নীলগিরির রির্সোট অনন্য।
রির্সোট থেকে দূরে দেখার নিমির্ত্তে রয়েছে টেলিস্কোফ ঘর। আশেপাশে রয়েছে দৃষ্টিনন্দন অনেক ভাস্কয। রকমারি দোকানে রয়েছে কেনাকাটার সুবিধা রয়েছে খাওয়া দাওয়ার পালা, নীলগিরি সেজছে আপন সাজে। সেই রুপ মাধূর্য্য যেন সমানভাবে সেজেছে আশেপাশের পাহাড়গুলো। এই পাহাড়গুলো তাদের সৌন্দর্য্য বিলিয়ে যাচ্ছে অকাতরে। সেই সৌন্দর্য্য উপভোগ করে চলেছে প্রকৃতি অনুরাগী আর ভ্রমন পিপাসু মানুষ।
শিশু থেকে বৃদ্ধ পযর্ন্ত বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ ছুটে আসে দূর দুরান্ত থেকে। নীলগিরিতে কেউবা একে উপভোগ করে বেঞ্চে বসে, কেউ দাড়িঁয়ে আবার কেউবা আকাশ পানে তাকিয়ে। আবার কেউ ব্যস্ত থাকেন সেলফি তোলার কাজে। অনেকে এখানে এসে চেষ্টা করেন প্রকৃতির নি:শঙ্গতাকে ভাগাভাগি করে নিতে। নীলগিরিতে রাত্রিজাপন এর জন্য রয়েছে মেঘদূত, আকাশনীলা, নীলংগনা ও মারমা হাউজসহ বেশ কয়েকটি কটেজ। কটেজগুলো বেশ আকষর্নীয়। রয়েছে একটি অত্যাধুনিক রেস্টুরেন্ট। যেখানে রাত্রিযাপনের জন্য খাওয়ার সুব্যবস্থাও রয়েছে। তাছাড়া নীলগিরি থেকে বেশ খানিকটা দূরে চিম্বক পাহাড়ে রয়েছে একটি পর্য কর্তন পযর্টন বাংলো। প্রতিদিন পযর্টকদের ভিড়ের কারনে চিম্বুক সংলঙ্গন স্থানে গড়ে ওঠেছে একটি আদিবাসীক পন্যের বাজার।
নীলগিরি দেখে চিম্বুক এ এসে সুর্যাস্ত দেখার সযোগটাও গ্রহণ করা যেতে পারে। প্রতিদিন প্রচুর দর্শনার্থী নীলগিরি ভ্রমনে যান বিধায় দর্শনাথীদের নিরাপত্তার জন্য রয়েছে একটি সেনাবাহীনি ক্যাম্প। ভি,আই,পি দিয়ে অবতারনের জন্য রয়েছে একটি অত্যাধুনিক হেলিকাপ্টার। নীলগিরির বেশ কাছাকাছি রয়েছে কয়েকটি নীল উপজাতির গ্রাম।
নীলগিরির একদম কাছে কাপ্তিপারা। সখান থেকে খুব সহজে ঘুড়ে আসা যেতে পারে। এখান থোকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পাহাড় কেরকায়াডাম। প্রকৃতির আসচ্ছজ্য বগালে আকাশ ছুয়ে দেখতে চাইলে যেতে হবে নীলগিরি।
#11tv Bangla, নীলগিরি হিল রিসোর্ট ভ্রমণ, নীলগিরি হিল রিসোর্ট ভ্রমণ ।। Tour to Nilgiri Hill Resort, Nilgiri Hill Resort নীলগিরি হিল রিসোর্ট, বান্দরবান | Nilgiri Hill Resort, Bandarban, Bangladesh, [Best] 10 Hotels & Resorts in Bandarban | বান্দরবানের হোটেল ও রিসোর্ট | ভ্রমণ গাইড, নীলগিরি হিল রিসোর্ট, চিম্বুক ভ্রমন গাইড। Nilgiri, Chimbuk Travel Guide Bangladesh, আনন্দ ভ্রমণ নীলগিরি হিল রিসোর্ট বান্দরবান, Top 10 Resorts in Bandarban, Bangladesh | With Per Night Cast, চমকে ভরা বান্দরবান ভ্রমণ | BANDARBAN TRAVEL – FULL OF WONDERS | VISITING PLACE IN BANDARBAN,

Комментарии

Информация по комментариям в разработке