মানুষ যতগুলো পদ্ধতিতে অপরের সাথে লিখে মনের ভাব প্রকাশ করে তার মধ্যে চিঠি বা পত্র সবচেয়ে জনপ্রিয় এবং গ্রহণযোগ্য পদ্ধতি। পত্রকে বিভিন্নভাবে সজ্ঞায়িত করা হয়েছে। যেমন: পত্র একটি লিখিত বার্তা, যা হাতের লেখা বা কাগজের উপর ছাঁপানো হতে পারে। যা একটি খামের ভিতরে আবদ্ধ করে প্রেরক ডাকযোগে বা বার্তা বাহকের মাধ্যেমে প্রাপকের নিকট প্রেরণ করে থাকে। যেকোন লিখিত বার্তা ডাকযোগে প্রেরক প্রাপকের নিকট প্রেরণ করে থাকে তা’ই পত্র বা চিঠি। পত্র হলো দুই পক্ষের মধ্যে লিখিত বার্তার আদান প্রদান।
অক্সফোর্ড ডিক্শনারীর মতে, পত্র হচ্ছে একটি বার্তা, যা একটা কাগজের উপর হাতে লেখা বা ছাঁপানো হয় এবং খামে আবদ্ধ করে প্রাপকের নিকট প্রেরণ করা হয়।
ইমেইল, এসএমএস ও সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে পত্রের গুরুত্ব এতটুকুও হ্রাস পায় নাই। কারন; এখনো দাপ্তরিক যোগাযোগের সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে পত্র। পত্রকে এখনো ব্যবসায়িক নথি হিসেবে মূল্যায়ন করা হয়।
তাই, উক্ত ভিডিও-র মধ্যে আমরা ৩০ প্রকারের পত্রের পরিচিতি, পত্র লেখার ১০টি ধাপ, পত্রের বিভিন্ন অংশ, কার্যকারী পত্র লেখার জন্য ১০টি পরামর্শ, পত্রের গ্রহণযোগ্যতা বৃদ্ধির ১০টি কৌশল, একটি ব্যক্তিগত পত্রের নমুনা এবং একটি দাপ্তরিক পত্রের নমুনা সম্পর্কে আলোচনা করব।
#পত্র, #চিঠি, #পত্র কী?, #পত্রের বিভিন্ন অংশ, #পত্রের প্রকারভেদ, #দাপ্তরিক পত্র, #ব্যক্তিগত পত্র, #আবেদন পত্র, #নোটিশ পত্র, #আদেশ পত্র, #তদন্ত পত্র, #অভিযোগ পত্র, #দাবী পত্র, #চাহিধা পত্র, #অনুস্বরন পত্র, #সমন্বয় পত্র, #আদায় পত্র, #চাকুরী পত্র, #সুপারিশ পত্র, #অগ্রায়ন পত্র, #প্রস্তাব পত্র, #বিক্রয় পত্র, #নেটওয়ার্ক পত্র, #প্রশংসা পত্র, #ইস্তফা পত্র, #আবেদন পত্র, #দরপত্র, #স্বীকৃতি পত্র, #অবগতি পত্র, #আগ্রহ পত্র, #নিয়োগ গত্র, #দাপ্তরিক পত্র, #ধন্যবাদ পত্র, #দপ্তর আদেশ পত্র, #স্বাগত পত্র, #মানপত্র, #দুঃখ প্রকাশ পত্র, #ছাটাই পত্র, #অনুরোধ পত্র, #পত্র লেখার পরামর্শ, #পত্র লেখার #ব্যক্তিগত পত্রের নমুনা, #দাপ্তরিক পত্রের নমুনা,
#lettering, #letter, #letter writing, #letterheaddesign design, #letter writing format, #letter of credit, #letter format, #letterboxd, #letterhead, #letter meaning in bengali, #letter of recommendation,
#letter writing in english, #letter C, #letter jimin, #letter lekhar niyom, #letter singham,
#letter format in english, #letter song, #letter school,
WhatsApp: +8801553676767
Email: [email protected]
Website: https://mdjoynalabdin.com
Информация по комментариям в разработке