শ্রী শ্রী মনসা মায়ের সন্ধ্যা আরতি 🌺

Описание к видео শ্রী শ্রী মনসা মায়ের সন্ধ্যা আরতি 🌺

শ্রী শ্রী মনসা মায়ের ৫৪ তম বাৎসরিক পূজার সন্ধ্যা আরতি 🌺


যে কোনও পুজোর অঙ্গ আরতি। আরতি না করে কোনও দেবতার পুজোই সম্পূর্ণ হয় না। মন্ত্রপাঠ যেমন পুজোর একটি দিক, তেমনই আর-এক দিক হল আরতি। অর্থাৎ, মন্ত্রপাঠের মতো এরও আছে নির্দিষ্ট তাৎপর্য। আসুন শুনে নিই, কেন পুজোর সময় আরতি করা আমাদের অবশ্যকর্তব্য?


যে কোনও দেবতার পুজোয় মন্ত্রপাঠের পর্ব যখন সারা হয়, তখনই জ্বলে ওঠে পঞ্চপ্রদীপ। অর্থাৎ কিনা এবার শুরু হবে আরতি। পুজোপদ্ধতির এ এক বিশেষ অঙ্গ, যা আমরা নিষ্ঠাভরে পালন করে থাকি। তবে যদি ভাবি, শুধু রীতি বা রেওয়াজের কারণেই পুজোতে আরতি করা হয়, তবে কিন্তু সবটা ঠিক বলা হবে না। কেননা এই রীতির নেপথ্যে যে কারণগুলি রয়ে গিয়েছে, তা আসলে পুজোরই একটা বিশেষ ধরন। দেবতার কাছে আমাদের আত্মাহুতি, সমর্পণের একটা উপায় যদি মন্ত্রপাঠ, ধ্যান হয়, তবে অন্যটি অবশ্যই আরতি। অর্থাৎ কেন পুজোর সময় আরতি করা হয়, তারও আছে নির্দিষ্ট ব্যাখ্যা।


সংস্কৃত ‘আরাত্রিক’ শব্দটি থেকে এসেছে আরতি। আরাত্রিক অর্থাৎ যা কিনা রাত্রি বা অন্ধকারকে মুছে দেয়। অনেকে বলেন, বৈদিক যুগে যে হোম বা যজ্ঞের প্রথা ছিল, তাই-ই ক্রমে আরতির রূপ নিয়েছে। অগ্নিপুজোর এই রীতি সনাতন। সাধারণত পুজোর প্রদীপ জ্বালানোর মধ্যেও আছে তারই প্রকাশ। একইসঙ্গে, দেবতার পুজো আমরা করে থাকি মনের অন্ধকার বা কালিমা ঘুচিয়ে আলোর সন্ধানে। ঈশ্বরের আশীর্বাদই সেই আলো, যা আমাদের অন্তরলোক আলোকিত করতে পারে। মন্ত্রোচ্চারণেও বলা হয় সে কথাই – তমসো মা জ্যোতির্গময়। এরই প্রয়োগের দিকটি হল প্রদীপ প্রজ্জ্বলন এবং আরতির মধ্যে সামগ্রিক ভাবে তারই প্রকাশ।

আরতি করার নির্দিষ্ট পদ্ধতি আছে। দেবতার মূর্তির চোখের দিকে তাকিয়ে চক্রাকারে আরতি করতে হয়। একাধারে এর মাধ্যমে যেমন সম্মুখে উপস্থিত মূর্তির আধারে যে দেবতার পুজো করা হচ্ছে, তাঁর অর্চনা করা হয়, তেমনই এই আরতির মাধ্যমে পঞ্চভূতেরও আরাধনা করা হয়। পঞ্চভূত অর্থাৎ- ক্ষিতি, অপ, তেজ, মরুত, ব্যোম। যখন আমরা পঞ্চপ্রদীপের শিখা তুলে ধরি আরতির মাধ্যমে তখন পবিত্র অগ্নির আরাধনা হয়। আবার অনেকে বলেন দেবতার কাছে আমাদের পঞ্চইন্দ্রিয়কেও সমর্পণ করতে হয়। কেননা এই ইন্দ্রিয়ের হাত ধরেই প্রবেশ করে মোহ, যা আমাদের বেঁধে রাখে মায়াজগতে। ঈশ্বরের কাছে তাই ইন্দ্রিয় ও রিপু সমর্পণ করতেই হয়, তবেই অপ্রাকৃত আনন্দের সন্ধান মেলে। সেই পঞ্চইন্দ্রিয় সমর্পণের ইঙ্গিত আছে এই পঞ্চপ্রদীপে আরতির মধ্যে।

𝙎𝙤𝙘𝙞𝙖𝙡 𝙈𝙚𝙙𝙞𝙖 𝙇𝙞𝙣𝙠
👇👇👇


𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠:https://www.facebook.com/profile.php?...

𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 𝙋𝙖𝙜𝙚:https://www.facebook.com/profile.php?...

𝙔𝙤𝙪𝙏𝙪𝙗𝙚:    / @bishalsaha01108  

𝙏𝙄𝙆𝙏𝙊𝙆:
https://www.tiktok.com/@eitysaha286?_...


#monoshagaan #joyma #মনসা #মনসা_গান #মনসা_পূজা #মনসারগানসুপার #মনসারগানসুপার #মনসা_মঙ্গল_গান #মনসা_মঙ্গল_পালা_গান #মনসামঙ্গল #joyma #monosha #monosha_pujar_ujar_gan #monosha #monoshagaan

Комментарии

Информация по комментариям в разработке