মহররমের চাঁন ৩ - রিমা কাঙ্গালিনী l কারবালার জারি গান ২০২৪ rima kangalini karbala jari gaan 2024

Описание к видео মহররমের চাঁন ৩ - রিমা কাঙ্গালিনী l কারবালার জারি গান ২০২৪ rima kangalini karbala jari gaan 2024

তোমরা দেখ চাইয়া মুসলমান l মহররমের চাঁন Mohorromer Chan l Tomra Dekho Chaiya Musolman

Singer: Rima Kangalini (রিমা কাঙ্গালিনী)
Lyrics: Daktar Md. Akkas Ali Chisty ডাক্তার মোঃ আক্কাছ আলী চিশতি, খাগালিয়া, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
Music: Ashim Bhoumik অসীম ভৌমিক
Rythm & Mix Master: Mostaque Bahar মোস্তাক বাহার
Dop : Juyel Islam & Mohaddis জুয়েল ইসলাম ও মোহাদ্দিস
Edit & Color: Tuhin Islam তুহিন ইসলাম
Direction: Mostaque Bahar মোস্তাক বাহার

Production: MB Gallery Production House - এমবি গ্যালারি প্রোডাকশন হাউজ। MB Gallery Production Official Song

#jarigaan #jarigan #জারি_গান
Any Query:
Cell: 01767 661288
Email: [email protected]

তোমরা দেখ চাইয়া মুসলমান আকাশেতে উঠলো মহররমের চাঁন
হায়রে মহররমের চাঁন দেখিয়া কান্দেরে আশেকের প্রাণ

আশুরার দিন এজিদা শয়তান
কারবালাতে সাজাইলো জংগেরি সামান
একে একে নবীর খান্দান এজিদায় করছে কুরবান

আহারে ফুরাতের পানি
খাইলো কত পশু পাখি জগৎতে শুনি
নবীর বংশে খাইতে পানি দিলো এজিদা শয়তান

দুধের শিশু আলিরে আজগর
পানির পিয়াসে শিশু হয়েছে কাতর
পানি চাইলে এজিদের বহর বুকে মারে তিরের বান

কাশের আলী রণের সাজ পড়ে
সখিনায় বসিয়া কান্দে বাসর ঘরে
কাশেম আর আইলোনা ফিরে রণ করাতে দিলো জান

সিমারে কাটলো হোসেনের শির
আসমান জমিন লৌহ কলম কান্দিয়া অস্থির
আশেকের মন রয়না স্থির শুনলে কারবালার বয়ান

কারবালাতে নামের মুসলমান
টুপি ছিল পাগড়ি ছিল ছিলনা ইমান
কে বেইমান আর কে মুসলমান কারবালার যুদ্ধে প্রমাণ

ডাক্তার আক্কাস কান্দিয়া বলে এই মিনতি করি আল্লাহ আশেকের তরে
পাঞ্জাতনের চরণতলে মরণকালে দিও স্থান
কারবালার কাহিনী বাংলা
কারবালার যুদ্ধ ইসলামিক পঞ্জিকা অনুসারে ১০ মুহাররম ৬১ হিজরী মোতাবেক ১০ অক্টোবর ৬৮০ খ্রিষ্টাব্দ বর্তমান ইরাকের কারবালা নামক প্রান্তরে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধটি ইসলামের নবী মুহাম্মদ (স) এর নাতি হোসাইন ইবন আলী এর অল্প কিছু সমর্থক-আত্মীয় এবং উমাইয়া খলিফা প্রথম ইয়াজিদ, যার বৈশ্যতা স্বীকার করতে হোসাইন অস্বীকার করেন, তার বিশাল সেনাবাহিনীর মধ্যে সংগঠিত হয়। এই যুদ্ধে হোসাইন এবং তার ছয় মাস বয়সী শিশুপুত্র আলী আল-আসগর ইবন হোসেইনসহ সকল সমর্থক নিহত হয় ও নারী এবং শিশুরা বন্দি হন। মুসলমানদের মতানুসারে নিহতদের সকলে 'শহীদ' হিসেবে অভিহিত হন এবং এই যুদ্ধ শিয়া মতাবলম্বীদের ইতিহাস ও ঐতিহ্যের কেন্দ্রস্থলে অবস্থান করে।

Комментарии

Информация по комментариям в разработке