ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন ॥ ৫টি ছাগল পালন করলে প্রতি মাসে এবং বছরে কত টাকা আয় হবে

Описание к видео ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন ॥ ৫টি ছাগল পালন করলে প্রতি মাসে এবং বছরে কত টাকা আয় হবে

ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন ॥ ৫টি ছাগল পালন করলে প্রতি মাসে এবং বছরে কত টাকা আয় হবে

ছাগল বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ পশুসম্পদ। ছাগল আমাদের দেশে দরিদ্র জনগোষ্ঠীর আয়ের অন্যতম প্রধান উৎস।

বাংলাদেশে বেকার সমস্যা ও দারিদ্র্য হ্রাস মাংস উৎপাদন বৃদ্ধি ও বৈদেশিক মূদ্রা অর্জনের ক্ষেত্রে ছাগল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উল্লেখ্য যে এদেশের মোট প্রায় আড়াই কোটি ছাগলের অধিকাংশই ব্ল্যাক বেঙ্গল জাতের।

ছোট প্রাণীর খোরাক তুলনামূলকভাবে অনেক কম, পালনের জন্য অল্প জায়গা লাগে এবং মূলধনও সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে থাকে।

ব্ল্যাক বেঙ্গল ছাগলের বক্ষস্থল চওড়া, কান কিছুটা উপরের দিকে ও শিং ছোট থেকে মাঝারী আকৃতির হয়ে থাকে।

দেহের গড়ন আটসাট পা অপেক্ষাকৃত খাটো ও এবং লোম মসৃন হয়।

Комментарии

Информация по комментариям в разработке