সুলতানা রাজিয়া || ষাণ্মাসিক অধিবেশন ২০২৪ | শিউলিমালা একাডেমি

Описание к видео সুলতানা রাজিয়া || ষাণ্মাসিক অধিবেশন ২০২৪ | শিউলিমালা একাডেমি

“মননে মুক্তির সৌরভ”— এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত শিক্ষা ও প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান “শিউলিমালা একাডেমি”র ষাণ্মাসিক কার্যনির্বাহী পরিষদের অধিবেশন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শিউলিমালা একাডেমির সম্মানিত প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, একাডেমির সেক্রেটারিয়েটবৃন্দ এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দের উপস্থিতিতে কার্যনির্বাহী পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করেন শিউলিমালা একাডেমির সম্মানিত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তরুণ চিন্তক ও গবেষক নাজিয়া তাসনিম।
প্রেসিডেন্টের স্বাগত বক্তব্যের পর ধারাবাহিকভাবে পর্যালোচনামূলক বক্তব্য পেশ করেন শিউলিমালা একাডেমির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট নাফিসা নাজমী এবং মিমি বিনতে ওয়ালিদ।
এরপর ধারাবাহিকভাবে শিউলিমালা একাডেমির গবেষণা বিভাগ, একাডেমি বিভাগ, সমাজকল্যাণ বিভাগ, শিল্পকলা বিভাগ, প্রকাশনা ও পত্রিকা বিভাগ, মাদ্রাসা ও কলেজ বিভাগ এবং মিডিয়া বিভাগসহ অন্যান্য বিভাগসমূহও তাদের নিজ নিজ কার্যক্রমের গত ছয় মাস তথা জানুয়ারি-জুন, ২০২৪ ইং প্রশাসনিক বর্ষের সামগ্রিক প্রতিবেদন প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।
কার্যনির্বাহীর এই অধিবেশনে প্রতিটি বিভাগের প্রতিবেদন তুলে ধরার সময় বিভাগগুলোর সামগ্রিক কার্যক্রম সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে পর্যালোচনা করা হয়। পাশাপাশি, বাংলাদেশে নারী অঙ্গনে নতুন সূচনার দ্বার উন্মোচন করার সুদৃঢ় এক প্রতিশ্রুতিকে সাথে নিয়ে আগামী ছয় মাসের পরিকল্পনাও গ্রহণ করা হয়। মূলত নারী অঙ্গনকে কেন্দ্র করে মাটি, মানুষ এবং নগর ব্যবস্থাপনা সাথে সম্পৃক্ত রেখেই আমাদের প্রতিটি পরিকল্পনা গৃহীত হয়।
সুন্দর একটি অতীত সৃষ্টির প্রয়াসে এবং একটি সুন্দর ভবিষ্যত বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে শিউলিমালা একাডেমি নিরন্তর কাজ করে যাবে, ইনশাআল্লাহ।
সুলতানা রাজিয়া || ষাণ্মাসিক অধিবেশন ২০২৪ | শিউলিমালা একাডেমি

Комментарии

Информация по комментариям в разработке