প্রতিমাসে ৮০,০০০ টাকা কচুর লতি বিক্রি করে, শুনাইলেন কষ্টের কথা।

Описание к видео প্রতিমাসে ৮০,০০০ টাকা কচুর লতি বিক্রি করে, শুনাইলেন কষ্টের কথা।

কচুর লতি চাষ
কচুর লতি চাষ করুন।পুষ্টি, অর্থ আয় করুন।






.কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমানে আয়রন

যা প্রতিরোধ রোগ ক্ষমতা বৃদ্ধি করে

বাঙালি বাড়িতে অনেক কিছু রান্নার মধ্যে বেশ জনপ্রিয় কচুর লতি (Kochur Loti)। তবে সব বাড়িতে এটা রান্না করা হয় না। তার অবশ্য একটা কারণ আছে। আর সেটা হল অনেকেরই কচুর লতি খেলে চুলকানি হয়। সেই কারণে অনেক বাড়িতে কচুর লতি (Arum Lobe) রান্নাঘরে ঢোকে না। কচুর লতিতে থাকা অক্সালেটের কারণেই গলায় সমস্যা হয়। কচুর লতির তরকারিতে অল্প লেবুর রস মিশিয়ে নিলে এই সমস্যা একেবারে কেটে যায়।

Комментарии

Информация по комментариям в разработке