মিয়াজাকি সূর্যডিম (egg of sun) আম খেতে কেমন? || সূর্যডিম আমের ভবিষ্যত কেমন বাংলাদেশে? || Red mango

Описание к видео মিয়াজাকি সূর্যডিম (egg of sun) আম খেতে কেমন? || সূর্যডিম আমের ভবিষ্যত কেমন বাংলাদেশে? || Red mango

জাপানি ভাষায় আমটিকে বলা হয় 'মিয়াজাকি'। বিশ্ববাজারে এটি 'রেড ম্যাঙ্গো' বা 'এগ অব দ্য সান' নামেও পরিচিত। তবে বাংলায় এই আমটি পরিচিতি পেয়েছে "সূর্যডিম" নামে। এই আমের গড়ন সাধারণ আমের চাইতে বড় ও লম্বা, স্বাদে মিষ্টি এবং আমের বাইরের আবরণ দেখতে গাঢ় লাল অথবা লাল-বেগুনির মিশ্রণে একটি রঙের।

একেকটি আমের ওজন ৩৫০ থেকে ৪৫০ গ্রামের মতো বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। সে হিসেবে বাংলাদেশের বাজারে একেকটি আমের দামই পড়ে ৪০০ থেকে ৫০০ টাকা। মূলত চাহিদা মোতাবেক যোগান কম থাকা, মিষ্টা স্বাদ, ভিন্ন রঙ এবং চাষপদ্ধতির কারণে আমটির দাম এতো বেশি।
#সূর্যডিম_আম #egg_of_sun

Комментарии

Информация по комментариям в разработке