সহীহ বুখারী শরীফ, হাদিস নং-১২৪ | অধ্যায়- ইলম | কংকর মারার সময় মাসায়ালা জিজ্ঞেস | Sabbir's Story | Olpo Somai Hadis Suni
আসসালামু আলাইকুম,
প্রিয় ভিউয়ার্স,
وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِين
“তার কথার চেয়ে উত্তম কথা আর কোন ব্যক্তির হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক কাজ করে এবং বলে আমি মুসলমান”
** (সুরা হা’মীম সেজদাহ ৪১:৩৩)
‘আবদুল্লাহ ইব্নু ‘আম্র (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমার কথা পৌঁছিয়ে দাও, যদি তা এক আয়াতও হয়। আর বনী ইসরাঈলের ঘটনাবলী বর্ণনা কর। এতে কোন দোষ নেই। কিন্তু যে কেউ ইচ্ছা করে আমার উপর মিথ্যারোপ করল, সে যেন জাহান্নামকেই তার ঠিকানা নির্দিষ্ট করে নিল।
সহিহ বুখারী, হাদিস নং ৩৪৬১
তাই আমাদের সকলের উচিত উত্তম কথা বলা মানুষকে সদ উপদেশ দেওয়ার মাধ্যমে আল্লাহর দিকে ডাকা এবং নেক কাজ করা আর বলা আমি একজন মুসলমান ।
আমাদের প্রধান উদ্দেশ্য হল ইসলামের বাণী সর্বস্তরে পৌছে দেয়ার কাজে অংশ নেয়ার মাধ্যমে আল্লাহ তা’আলাকে সন্তুষ্ট করা ।
ইনশা আল্লাহ আমাদের ফেসবুক বা ইউটিউব চ্যানেলটি আল কুরআন এবং সুন্নাহ ভিত্তিক।
ইনশা আল্লাহ আপনারা আমাদের ইউটিউব বা ফেসবুক চ্যানেলের সাথেই থাকবেন ।
জাযাকাল্লাহ ।
কুরবানীর মাসয়ালা,
রমজানে স্বামী-স্ত্রী মিলন সম্পর্কে মাসায়ালা,
জামাতে সালাত আদায়,
সালাম,সালাত,
তালাকের মাসআলা,
জিলহজ্জ মাসের আমল,
বাংলা ওয়াজ,
যিলহজ্জ মাস,
সালাতের ভুল,
আহমাদুল্লাহ নতুন ওয়াজ,
ইসলামিক ওয়াজ,
তালাক নিয়ে মিজানুর রহমান হাজারী,
একসাথে ৩ তালাক,
সালাতে মনোযোগ,
বাংলা সাহিত্য,
সফরে সুন্নত ও বিতর নামাজ পড়া লাগবে,
নামাজ নিয়ে ওয়াজ,
বিবাহের মাসআলা,
নামাজের ওয়াজ আহমাদুল্লাহ,
রমজান মাসে সহবাস,
আহমদুল্লাহ ওয়াজ,
তালাক,
সফরে সুন্নত ও বিতর নামাজ পড়া লাগবে কি?
Информация по комментариям в разработке