মাটির টব প্রচুর ভেঙে যাচ্ছে ঝরে, দীনেন্দ্র দার ছাদে স্ট্যান্ডের দারুন পদ্ধতিও সুন্দর বাগান পরিদর্শন

Описание к видео মাটির টব প্রচুর ভেঙে যাচ্ছে ঝরে, দীনেন্দ্র দার ছাদে স্ট্যান্ডের দারুন পদ্ধতিও সুন্দর বাগান পরিদর্শন

#rooftop_farming #green_friends

ভালো বাগান করতে গেলে যা কিছু করা দরকার আমরা সর্বদা চেষ্টা করছি বাগান ভালো রাখতে গেলে কি দরকার সেটা করছি এছাড়া আপনার যে ক্ষতি হচ্ছে ঝড় বেশি জোরে হাওয়া তে প্রচুর ভেঙে যাচ্ছে সেটা শুধু আপনার নয় আমরা যারা ছাদে বাগান করি সকলের তাই চেষ্টা করছি ওগুলো যাতে না ভাঙ্গে এমন একটা জিনিস তৈরি করব লাইফটাইম চলবে কোন সময় নষ্ট হবে না।

তবে এই সমস্ত পদ্ধতিগুলোর আমি একা আবার নিজে নিজে করব এটা কোন সময় সম্ভব নয় কে কিভাবে করছে অর্থাৎ কার ছাদ বাগান কিভাবে সেজে উঠছে কার ছাদবাগানে ভালো ফল হচ্ছে কাটছাঁট বাগানে বেশি ফল হচ্ছে কার ছাদবাগানে সুন্দর করে সাজিয়ে তুলতে দিনের-পর-দিন ও বাগান কিভাবে ফ্রেশ রাখছে তার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করা হয় সমস্ত চাবাগান গুলিতে গিয়ে ভিডিও করে।

এর সাথে সাথেই সবাইয়ের যে গাছ পরিচর্যা করার পদ্ধতি সেগুলো আমরা জানতে পারছি কোন গাছে বেশি ফুল-ফল-সবজি হচ্ছে কিভাবে শেষ অব্দি করছে কিভাবে ডাল কাটিং করে নতুন চারা তৈরি করছে তার সহজ কিছু পদ্ধতি গুলো আমরা কিন্তু জানতে পারছি আজ।

ভিডিও করার জন্য video9 ভিডিও দেখ কিছু পাওয়া যাবে সেই চেষ্টা আমাদের সর্বদা থাকতে হবে তাই সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর কিভাবে বাগান করা হচ্ছে সেগুলো জানতে থাকুন এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলি থেকে।

খুব ভালো মনের মানুষ দিন আন্দোলনে তার সাধ্যমত যতটুকু চেষ্টা করেছে এই বাগান সাজানোর জন্য সত্যিই পরিকল্পনামাফিক এছাড়া তিনি নতুন নতুন করে ডাল কাটিং করে অনেক চারা গাছ তৈরি করছেন আরো একটা ভালো খবর এই ভিডিওতে আছে যেটা হলো পাড়া-প্রতিবেশী যারা আছেন তার বাড়ির চারিদিকে গাছ লাগিয়ে রেখেছেন সেখান থেকে যে ফুল পায় সকলের মধ্যে সকালবেলা করে দেওয়া হয় এটা একটা অন্য রকমের জিনিস আজ আমরা এই ভিডিওতে পেলাম ভিডিও সম্পূর্ণ অবশ্যই দেখবেন এছাড়া দুপুর একটায় নতুন ভিডিও আসে আপনাদের জন্য একটু ফলো করলে ভালো বাগান করা আপনার পক্ষে খুব তাড়াতাড়ি সম্ভব হবে।

Комментарии

Информация по комментариям в разработке