Dakshineswar Temple: আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলল দক্ষিণেশ্বর মন্দির, সকাল-বিকেল দেওয়া যাবে পুজো

Описание к видео Dakshineswar Temple: আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলল দক্ষিণেশ্বর মন্দির, সকাল-বিকেল দেওয়া যাবে পুজো

শুভ স্নানযাত্রা তিথিতে খুলে গেল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। আজ থেকে নিয়ন্ত্রিতভাবে সকাল ৭ টা থেকে ১১ টা এবং বিকেলে ৩.৩০ থেকে ৭.১৫ পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা। তবে গর্ভগৃহে প্রবেশের অনুমতি পাওয়া যাবে না। স্নানযাত্রার দিন মন্দিরের দরজা খুলে যাওয়ায় খুশি ভক্তরা। সকাল থেকেই মায়ের দর্শন করতে আসছেন তাঁরা। দর্শনার্থীরা জানালেন, ‘স্নানযাত্রার পবিত্র দিনে মন্দিরে এসে মায়ের দর্শন করতে পেরেছি। খুব ভালো লাগছে। ফাঁকার মধ্যেই সুন্দরভাবে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’ কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রাখার হচ্ছে। কোভিডবিধি মেনেই চলছে পুজো ও দর্শন।
#DakshineswarTemple #ABPAnanda #ABPAnandaLive

Комментарии

Информация по комментариям в разработке