কৌশিকী চক্রবর্তী র জীবন কাহিনী | Koushiki chakrabarty | জীবনী | Bangla

Описание к видео কৌশিকী চক্রবর্তী র জীবন কাহিনী | Koushiki chakrabarty | জীবনী | Bangla

বাঙালির গর্ব হিসেবে শাস্ত্রীয় সঙ্গীত জগতে নিরন্তর প্রতিভার স্বাক্ষর রেখে যাওয়া শিল্পীদের মধ্যে কৌশিকী চক্রবর্তী অন্যতম। ১৯৮০ সালের ২৪শে অক্টোবর কলকাতার এক বিখ্যাত সঙ্গীত পরিবারে জন্ম নেন কৌশিকী। তার পিতা পণ্ডিত অজয় চক্রবর্তী একজন বিখ্যাত শাস্ত্রীয় সংগীত শিল্পী। মা চন্দনা চক্রবর্তীও একজন স্বনামধন্য সংগীতজ্ঞ। পরিবারেই তার সঙ্গীতের শিক্ষা শুরু হয়। ছোটবেলা থেকেই কৌশিকী প্রভাবিত হয়েছেন বাবা অজয় চক্রবর্তী দ্বারা। পাশাপাশি সঙ্গীত প্রশিক্ষক হিসেবে পেয়েছেন মা চন্দনা চক্রবর্তীকে মাত্র দুই বছর বয়স থেকেই সঙ্গীতের প্রতি তার আগ্রহ প্রকাশ পেতে শুরু করে। কলকাতা রোয়িং ক্লাবে তারানা পরিবেশনের মাধ্যমে মাত্র সাত বছর বয়স থেকে তার সঙ্গীত জীবনের সূচনা হয়। দশ বছর বয়সে গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ মহাশয়ের অধীনে তার সঙ্গীত প্রশিক্ষণ শুরু হয়। উল্লেখ্য, গুরু জ্ঞানপ্রকাশ ঘোষ কৌশিকীর বাবা স্বয়ং পণ্ডিত অজয় চক্রবর্তীরও সঙ্গীত শিক্ষক ছিলেন। পরবর্তীতে কৌশিকী আইটিসি সঙ্গীত একাডেমিতে ভর্তি হন এবং এখান থেকে সাফল্যের সাথে ২০০৪ সালে সঙ্গীত প্রশিক্ষণ সম্পন্ন করেন।

আইটিসিতে থাকার সময় বাবা অজয় চক্রবর্তীর পাশাপাশি তৎকালীন আইটিসি সঙ্গীত একাডেমির পরিচালক বিজয় কিসলু মহাশয়ের তত্ত্বাবধানে খেয়াল গায়নে দক্ষতা অর্জন করেন। খেয়াল ও ঠুমরির পাশাপাশি তিনি দক্ষিণ ভারতীয় সঙ্গীতেও পারদর্শিতা অর্জন করেন। বালমুরলী কৃষ্ণের কাছ থেকে তিনি ২০০২ সাল থেকে দক্ষিণ ভারতীয় সঙ্গীতের পাঠ নেন
#viralvideo
#biography
#bangla
#kousikichakraborty
#jiboni
#podcast
#indianclassicalmusic
#ustadrashidkhan
#information

Комментарии

Информация по комментариям в разработке