দেশপ্রেম : কামরান চৌধুরী Patriotism : Kamran Chowdhury
#patriotism, #patriotic, #qualities of patriotism #education #motivation #Bangladesh #স্বাধীনতা #বাংলাদেশ #কামরান-চৌধুরী #poet #adust
নিজ দেশের প্রতি ভালোবাসা, আবেগ, অনুভূতিই দেশপ্রেম। দেশের প্রতি চিরন্তন আকর্ষণ থেকেই এর জন্ম। এটা প্রদর্শনীর বস্তু নয়, মানুষের অন্তরস্থিত ভক্তি শ্রদ্ধায় গড়া। স্বদেশের আলো-বাতাস, ফল-ফুল, মাটি-পানি, প্রকৃতি-পরিবেশ, শিক্ষা-সংস্কৃতি, জাতি ও ভাষার প্রতি গভীর অনুরাগ, নিবিড় ভালোবাসা ও যথার্থ আনুগত্যকে দেশপ্রেম বলা হয়। দেশপ্রেম ঈমানেরই অংশ। দেশপ্রেম- দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসতে শেখায়। যে মানুষের মাঝে দেশপ্রেম নেই সে শারীরিক অবয়বে মানুষ হলেও প্রকৃত মানুষ নয়। দেশের নাম দেশের গর্বের কিছু শুনলে শিহরণ খেলে যায় রক্তের কণায় কণায়। যার মাঝে স্বদেশ মহান, দেশবাসী পরম আত্মীয় সেই তো দেশপ্রেমিক। দেশপ্রেম এর নিম্নোক্ত কিছু গুণাবলী রয়েছে-
নিজের দায়িত্ব যথাযথ পালন করা, কাজে ফাঁকি না দেয়া।
শিক্ষা অর্জন করা ও দেশের আইন মেনে চলা
দেশের সম্পদ রক্ষা করা
জাতি ধর্ম নির্বিশেষে দেশের সব মানুষকে সমান চোখে দেখা
এদেশে জন্ম নিতে পেরে গর্ব ও আনন্দ উপভোগ করা
দেশের মঙ্গল, শান্তি ও সমৃদ্ধি কামনা করা
দেশের ইতিহাস- সংস্কৃতিকে ভালোবাসা ও লালন করা
দেশের সুনাম নষ্ট না করা
বিদেশী শক্তির সাথে হাত মিলিয়ে দেশের স্বার্থ জলাঞ্জলী দিবে না
দেশকে মায়ের মতো ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি অনুভব করা
এদেশের মাটিতেই চিরপ্রস্থানের আকাঙ্খা রাখা
দেশকে ভালোবাসার সাথে দেশের আর্থসামাজিক উন্নয়নে সচেতন থাকা, দেশ ও গণমানুষের শত্রুদের প্রতি সজাগ দৃষ্টি রাখা, প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা দেশপ্রেমের অনুপম দৃষ্টান্ত। ভালোবাসা মানুষকে বেঁচে থাকার সাহস জোগায়, এমনকি মানুষকে প্রাণ বিসর্জন দিতে সাহসী করে তোলে। তেমনি দেশপ্রেম না থাকলে ব্যাহত হয় দেশের অগ্রযাত্রা। অচল হয়ে পড়ে দেশের সাফল্য ও সমৃদ্ধির চাকা। দেশপ্রেম স্বাধীন-সার্বভৌম যেকোনো দেশের জন্য মহামূল্যবান সম্পদ।
দেশপ্রেমিক হতে হলে আগে নিজেকে ভালোবাসতে হবে। নিজের শরীর, মন, কাজ ও সময়কে মূল্য দিতে হবে, যত্ন নিতে হবে। নিজের আর্থ-সামাজিক অবস্থান, সম্মান সম্পর্কে সচেতন হতে হবে। বৈদেশিক আগ্রাসন প্রতিহত করতে দেশপ্রেম প্রয়োজন। ইতিহাস প্রমাণ করে- দেশপ্রেমিক জাতি কখনও শত্রুর কাছে পরাজিত হয় না।
দেশপ্রেম একটি মহৎ গুণ। দেশের প্রতি ভালোবাসা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। সত্যিকার অর্থে দেশের প্রতি আমাদের কোনও মমত্ববোধ আছে কি? আমরা কি দেশের উপকার-অপকার, লাভ-ক্ষতি, সুনাম-দুর্নাম, শত্রু-মিত্র ইত্যাদি নিয়ে বিন্দুমাত্র চিন্তা করি? দেশের অপমান, দেশবাসীর দুঃখ-দৈন্যে, দেশের দুর্বিষহ পরিস্থিতিতে কিংবা দেশকে নিয়ে ষড়যন্ত্র হলে, দেশকে উপহাস বা কটাক্ষ করলে এ অনুভূতি জেগে উঠে। মৃত্যুহীন হতে হলে দেশের জন্য কাজ করে যেতে হবে। দেশ ও দেশের মানুষকে ভালোবাসলে জীবন সুখ-শান্তিময় হয়। দেশপ্রেমিক কখনো সংকীর্ণ মনের হতে পারে না। নিজের দেশকে মনে প্রাণে ভালবাসা মানে অন্যদেশের প্রতি শত্রুতা নয়। অন্য দেশ-জাতির প্রতি যথাযোগ্য সম্মান ও মর্যাদা প্রদর্শন করবে, বিশ্ব মানবতাকে ধারণ করতে হবে। দেশের মঙ্গলে সকল নাগরিককে উদ্বুদ্ধ হতে হবে, দেশ সেবায় ব্রতী হতে হবে।
Информация по комментариям в разработке