সেরা স্বাদে সর্ষে ইলিশ😋যার স্বাদ হবে দুর্দান্ত 👌

Описание к видео সেরা স্বাদে সর্ষে ইলিশ😋যার স্বাদ হবে দুর্দান্ত 👌

সেরা স্বাদে সর্ষে ইলিশ😋যার স্বাদ হবে দুর্দান্ত 👌

সর্ষে ইলিশ একটি জনপ্রিয় বাঙালি খাবার যা ইলিশ দিয়ে তৈরী করা হয়। সর্ষে বাটা দিয়ে রান্না করা ইলিশ মাছের পদকেই বলা হয় সর্ষে ইলিশ। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে সর্ষে ইলিশ খাওয়ার আকাঙ্ক্ষা প্রবল।

এই মৌসুমে ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। ইলিশের মালাইকারি, ভুনা ও পাতুরি তো সবারই খাওয়া হয়। কিন্ত কখনো কি সরিষা ইলিশ খেয়েছেন। সরষে ইলিশ টা খুব আদি কাল থেকে চলে আসছে। বাঙালিরা সরষে ইলিশ টা খেতে খুব ভালোবাসে। এই সরষে ইলিশ থাকলে আর কিছুই লাগে না। সাদা ভাত আর সাথে যদি সরষে ইলিশ হয় তাহলে তো কোনো কথাই নেই। বাঙালিদের ঘরে ইলিশ মাছ আসবে আর সরষে ইলিশ হবে না তা কি করে হয়। বাঙালিদের ঘরে সরষে ইলিশ থাকবেই থাকবে। তাহলে আজকে থাকছে, কিভাবে রান্না করবেন সরিষা ইলিশ।

ভারতীয় নতুন নতুন খাবার উপকরণ। আমাদের এই চ্যানেলে দেখতে পাবেন
আজগের খাবার একদমই নতুন নিয়মে করা এবং খুব সহজে তৈরী করা যায়। দারুন স্বাদ।

যদি আমাদের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেল ♥️SUBSCRIBE♥️ করুন সংঘে বেল🔔 আইকন প্রেস করুন, আমাদের চ্যানেলের নুতন নুতন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য।✅

যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট করে জানান।🙏🙏

Комментарии

Информация по комментариям в разработке