✅ কোন ফুলের মধু সবচেয়ে বেশি উপকারী। 🌾 জেনে নিন কোন মধু সবচেয়ে ভালো। Hedaya Shop & Travel

Описание к видео ✅ কোন ফুলের মধু সবচেয়ে বেশি উপকারী। 🌾 জেনে নিন কোন মধু সবচেয়ে ভালো। Hedaya Shop & Travel

✅ কোন ফুলের মধু সবচেয়ে বেশি উপকারী। 🌾 জেনে নিন কোন মধু সবচেয়ে ভালো। Hedaya Shop & Travel

✅ একটু পড়ার অনুরোধ রইলোঃ

মধু এমন একটি পানীয় খাদ্য, যা আপনি চোখে দেখে এটা খাঠি না ভেজাল চিন্তে পারবেন না। খাঠি মধু কিনতে হলে আপনাকে হয়ত নিজে সেখানে উপস্থিত থাকতে হবে! নতুবা বিশ্বস্ত আমানতদারী ও পরিচিত লোক থেকে মধু কিনতে হবে। আমি বলিনা যে আপনি আমার থেকেই কিনতে হবে, আপনার ভালোর জন্য বলছি পরিচিত ও বিশ্বস্ত লোক থেকে মধু কিনলে আপনি ঠকা খাবেন না। কারণ হচ্ছে! যাদের অন্তরে তাক্বওয়া ও খোদাভীতি নাই তাদের ব্যাপারে পূর্ণ আস্তা না হওয়াটাই স্বাভাবিক।
ইনশাআল্লাহ! আমাদের পন্যে কোন ভেজাল পাবেন না।

🌾 গ্যারান্টি দিয়ে থাকি কিন্তু, এরপরও বলছি।
পণ্য কিনার পর যদি কোন ভেজাল পান। তাহলে পন্য ফেরত দিয়ে দিবেন। ইনশাআল্লাহ
আমরা সেটা ফেরত নিতে নিচু মনের পরিচয় দেব না। ইনশাআল্লাহ্
👍 আমার মতে ব্যাবসার মূল বিষয় হল বিশ্বাস ও আমানতদারী।

✍️ মধুর কয়েকটি গুরুত্বপূর্ণ কথাঃ

ছোট থেকে বৃদ্ধ সবারই মধু উপকারী। এই কঠিন সময়ে মধু একটি অত্যন্ত উপকারী খাবার। যার কোন তুলনাই হয়না।

সরিষা ফুলের মধু বাংলাদেশের সবচেয়ে বেশি উৎপাদিত মধু। এবং সব চেয়ে কম দামে পাওয়া যায়।
কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা কোন মূল্যায়ন করি না। এই মধুই যখন বিদেশ থেকে রিফাইন হয়ে আসে তখন আমরাই আবার বেশি দামে কিনি।

________________________________
ছোট থে‌কে বৃদ্ধ সবার জন্যই মধু বেশ উপকারী।

মধুর উপকারীতা❤

১. মধুতে এন্টি-অক্সিডেন্ট আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
২. জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি কমায়।
৩. মেধাশক্তি বৃদ্ধিতে সাহায্য করে।
৪. ত্বক সুন্দর ও স্বাস্থ্যজ্জল করে।
৫. ইনসোমনিয়া সারিয়ে তুলে। নিয়মিত মধু খেলে ঘুমের ভাল কাজ করে।
৬. রক্তশূন্যতা সারিয়ে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়।
৭. হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে।
৮. মধু মাথা ব্যাথা কমায়।
৯. ব্রোনের দাগ সাতিয়ে তুলে।
১০. পোড়া বা ক্ষত স্থান দ্রুত সারিয়ে তুলে।
১১. যাদের গ্যাস্ট্রিক অথবা আলসার আছে তাদের জন্য মধু অনেক উপকারী।
১২. মধু ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে৷ বিশেষ করে যারা ব্যায়াম করে তাদের জন্য মধু অনেক উপকারী।


✍️ আমাদের কাছে যে প্রোডাক্ট গুলো পাবেন।
১. সুন্দরবনের চাকের মধু
২. কালোজিরা ফুলের মধু
৩. সরিষা ফুলের মধু
৪. লিচু ফুলের মধু
৫. মিশ্রণ ফুলের মধু
৬. খাঁটি সরিষার তেল
৭. গাওয়া ঘি
৮. সিয়াসিড
৯. মরিঙ্গা পাউডার
১০. হানিনাট

অর্ডার করতে ভিজিট করুন: www.hedayabd.com
অথবা কল করুন: 01810632177

Комментарии

Информация по комментариям в разработке