তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাকিব খান | Shakib | Bijoy TV

Описание к видео তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাকিব খান | Shakib | Bijoy TV

#Shakib_Khan #Shakib #শাকিব_খান #শাকিব

প্রায় ছয় মাস আগে খবর এসেছিল তৃতীয়বারের মতো বিয়ে করতে চলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নায়কের পারিবারিক সূত্র জানিয়েছিল এবার আর নিজের পছন্দে নয়, পরিবারের পছন্দে ঘরে বউ আনবেন কিং খান। সেসময় অবশ্য চুপ ছিলেন শাকিব খান। তবে এবার তিনিও কথা বললেন তৃতীয় বিয়ে নিয়ে।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব বলেন, মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। তবে দেখা যাক, কোনো তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিকভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার বাবা-মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।
শুধু নিজেকে নিয়েই ভাবেন না শাকিব। সচেতন দুই সন্তানের ভবিষ্যৎ নিয়েও। তার কথায়, ওরা এখনো অনেক ছোট। বুঝতে শেখেনি। ওরা স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে। বাবা হিসেবে আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই। আমি চাই ওরা আমার চেয়েও অনেক বড় হোক। ওদের সুন্দর ভবিষ্যৎ দেয়ার জন্য যা যা করতে হয় বাবা হিসেবে আমি করে যাবো।

copyright © A BIJOY TV Production-2024

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

Комментарии

Информация по комментариям в разработке