কারা এই রোহিঙ্গা? কি এদের ইতিহাস? সব প্রশ্নের উত্তর এক ভিডিওতেই | History of Rohingya | Trendz Now

Описание к видео কারা এই রোহিঙ্গা? কি এদের ইতিহাস? সব প্রশ্নের উত্তর এক ভিডিওতেই | History of Rohingya | Trendz Now

মায়ানমারের অতি-সাম্প্রদায়িক বৌদ্ধ সম্প্রদায় এবং সামরিক বাহিনীর গণহারে হত্যা, ধর্ষণ ও লুন্ঠনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হচ্ছে এই নিরীহ মুসলিম সম্প্রদায়। লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ইতিমধ্যে শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছে। হাজার হাজার রোহিঙ্গাদের সমুদ্রের বুকে ভেসে বেড়ানোর খবর হরহামেশাই আমরা পায়। নেই খাদ্য, নেই বাসস্থান, নেই শিক্ষা, নেই নিরাপত্তা- আন্তর্জাতিক মহল বরাবরের মতো নিশ্চুপ মানবতার এমন তীব্র দুর্দশার দিনে।
কিন্তু কারা এই রোহিঙ্গা? আপনি হয়ত বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের সব খবর ই জানেন, কিন্তু কারা এরা? কোথায় থেকে এলো? বার্মিজ সরকারের সাথে, সাম্প্রদায়িক বোদ্ধদের সাথে রোহিঙগাদের সংঘাত আসলে কি নিয়ে? এমন যত প্রশ্ন আপনার মনে আছে সব প্রশ্নের উত্তর দিবো এই এক ভিডিওতে।
এক সেকেন্ডও মিস্ করবে না যেনো, ভিডিও শেষে মনে হবে এতদিন আসলে কিছুই জানতেন না আপনি।

Комментарии

Информация по комментариям в разработке