২০২৫ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী,
*** আমেরিকার মোট জনোসংখ্যা কত?
এদের মধ্যে, কতজন নারী এবং পুরুষ রয়েছে?
*** আমেরিকার জনগণের, গড় আয়ু কত?
*** আমেরিকার জনগণের মাথাপিছু আয় কত?
*** আমেরিকায় হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ, নাস্তিক, এবং অন্যান্য ধর্মের জনোসংখ্যা কত?
USA Population,
#সাধারণজ্ঞান #gkbangla #knowledge #facts
#usa #population
#india #bangladesh
#indiavspakistan
______________
*** আমেরিকার মোট জনোসংখ্যা কত?
২০২৫ সালের প্রাক্কলিত তথ্য অনুযায়ী, আমেরিকা/যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা প্রায় ৩৩ কোটি ৭৫ লক্ষ।
এদের মধ্যে নারীর সংখ্যা প্রায় ১৭ কোটি, এবং পুরুষের সংখ্যা প্রায় ১৬ কোটি ৭৫ লক্ষ। অর্থাৎ, পুরুষের তুলনায় নারীর সংখ্যা কিছুটা বেশি।
*** আমেরিকার জনগণের, গড় আয়ু কত?
উন্নত স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার মানের কারণে আমেরিকার জনগণের গড় আয়ু বেশ ভালো। সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের গড় আয়ু প্রায় ৭৮ (আটাত্তর) বছর। এটি পুরুষ ও নারীর ক্ষেত্রে কিছুটা ভিন্ন হতে পারে।
*** আমেরিকার জনগণের মাথাপিছু আয় কত?
অর্থনৈতিক দিক থেকে আমেরিকা বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ। এখানকার জনগণের মাথাপিছু আয়ও তাই বেশি। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, আমেরিকা যুক্তরাষ্ট্রের জনগণের বাৎসরিক মাথাপিছু আয় প্রায় ৭৫ হাজার (পঁচাত্তর হাজার) মার্কিন ডলার।
*** আমেরিকার হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, এবং অন্যান্য ধর্মের জনোসংখ্যা কত?
#খ্রিষ্টান ধর্ম: আমেরিকার জনসংখ্যার সিংহভাগ খ্রিষ্টান ধর্মাবলম্বী। তাদের সংখ্যা প্রায় ২১ কোটি ৬০ লক্ষ।
#নাস্তিক বা ধর্মে অবিশ্বাসী: উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কোনো প্রাতিষ্ঠানিক ধর্মে বিশ্বাস করেন না বা নিজেদের নাস্তিক বা অজ্ঞেয়বাদী হিসেবে পরিচয় দেন। এদের সংখ্যা প্রায় ৯ কোটি ৮০ লক্ষ।
#ইহুদি ধর্ম: ইহুদি ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় ৮১ লক্ষ।
#মুসলিম ধর্ম: ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যাও আমেরিকায় উল্লেখযোগ্য। তাদের সংখ্যা প্রায় ৩৭ লক্ষ।
#হিন্দু #সনাতন ধর্ম: হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় ৩৪ লক্ষ।
অন্যান্য ধর্ম: এছাড়াও বৌদ্ধ, শিখ, জাইন এবং অন্যান্য বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব ধর্ম ও বিশ্বাস অনুসারী মানুষ এখানে বসবাস করেন। এই সম্মিলিত ‘অন্যান্য’ ধর্মাবলম্বীর সংখ্যা প্রায় ৮৩ লক্ষ।
অনুগ্রহ করে এই উৎসগুলি থেকে সর্বশেষ রিপোর্ট বা ডেটা পরীক্ষা করে নেবেন।
তথ্যসূত্র:
এই ভিডিওতে ব্যবহৃত তথ্যের প্রধান কয়েকটি সূত্র হলো:
১. মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরো (U.S. Census Bureau): https://www.census.gov
২. পিউ রিসার্চ সেন্টার (Pew Research Center) - ধর্ম বিষয়ক তথ্যের জন্য: https://www.pewresearch.org/religion/
৩. বিশ্ব ব্যাংক (World Bank) - অর্থনৈতিক এবং গড় আয়ু বিষয়ক তথ্যের জন্য: https://data.worldbank.org/country/un...
______________
সাধারণ জ্ঞান - (Sadharon Gyan)
General Knowledge Bangla YouTube Channel
এ আপনাকে স্বাগতম।
আমাদের চ্যানেলে আপনি শিখতে পারবেনঃ
জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়াবলী,
ধর্ম এবং নীতি - নৈতিকতা,
বিজ্ঞান, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ইতিহাস, রাজনিতি, অর্থনীতি সহ -
বিভিন্ন বিষয়ে অজানা সব তথ্য,
নির্বাচিত প্রশ্ন- উত্তর এবং কুইজ ।
*****************
SUBSCRIBE OUR SOCIAL SITES:
_____________________________
All the information you will find in this video:
USA/আমেরিকার হিন্দু মুসলিম জনসংখ্যা, সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যা, হিন্দু,মুসলিম,খ্রিষ্টান,কতজন,মাথাপিছু আয়,গড় আয়ু,
USA, আমেরিকায় কত কোটি মুসলমান আছে, কোন ধর্মের কত জনসংখ্যা,
USA/আমেরিকার জনসংখ্যা ও অর্থনৈতিক তথ্য,
আমেরিকার ধর্মীয় জনসংখ্যা,
আমেরিকার মুসলমানের সংখ্যা কত,
USA/আমেরিকায় কত কোটি মানুষ আছে,
পৃথিবীতে কোন ধর্মের মানুষ বেশি আছে,
USA হিন্দু কত মুসলিম কত,
ইন্ডিয়া জনসংখ্যা কত,
ভারতে মুসলিম জনসংখ্যা কত,
america jansankhya koto,
america jansankhya koto,
bhartiya jansankhya koto,
bharat jansankhya,
bharat ka jansankhya,
india ki jansankhya
bhartiya jansankhya,
bharat ki jansankhya,
varoter jono sonkha koto,
population of america,
america jansankhya,
united states,
Информация по комментариям в разработке