একগ্রামে একটা গলাকাটা ভুত ছিলো সে ওই গ্রামে তার ধর খুজে বেড়াতো, গ্রামের মানুষ তাকে অনেক ভয় পাতো, ও যদি কখনো কোন মানুষকে দেখে তাহলে তার পিছে যায় তার শরির থেকে তার ধর নিয়ে সে নিজের মাথা ওখানে বসানর জন্য ৷
লোক - আরে পালাও রে আজকের দিন টাই খারাপ, এখন ও যদি আমার মাথা টা কেটে আমার শরির টা নিয়ে যায়, অরে বাবা রে বাচাও কে কোথায় আছো আমাকে বাচাও ।
সে দৌড়াতে দৌড়াতে একটা একজনের বাড়ির দরজার কাছে পোউছায়,
লোক - আরে কেউ কি আছো দরজা টা খোলো, আরে আমার পিছে গলা কাটা ভুত লেগেছে তারাতারি খোলো, সে আমার গলা কেটে নিবে ।
মেয়ে - আরে কে, দারাও দারাও আসছি, এতো রাতে কে আসলো,
লোক - ভাবি আমাকে সাহায্য কর, আমার পিছে গলাকাটা ভুত আসছে, ও আমার গলা কেটে সরির টা নিয়ে নিবে আমাকে বাচাও, আমাকে ঘরে ঢুকিয়ে নাও তোমার,
মেয়ে - না না আমি যদি তোমাকে আমার ঘরে আস্তে দেই তাহলে ওই ভুত তোমার পিছে পিছে আমার ঘরেই চলে আসবে, তুমি অন্যকোথাও যাও, আমি তোমার কোন সাহায্য করতে পারবো না ৷
এটা বলে দরজা বন্ধ করে দিলো,।
আরে মরে গেলাম রে এখন কি করব, কোথায় যাবো,।
ভুত - এবার আমার কাছ থেকে কোথায় অয়ানিয়ে যাবে, আমি অনেকদিন ধরে খুদারথো, হু হা ্ হা হা।
লোক - হে আল্লাহ আমি এখন কি করবো, কিভাবে এই ভুতের হাত থেকে বাঁঁচবো,
ওরব মরে গেলাম রে ভুত ভাই আমি আমাকে মেরোনা আমি এখনো বিয়েই করিনি, আমার অনেক সপ্ন যানো, দয়া করে আমাকে মেরনা হু হু হু ।
ভুত - ঠিক আছে আমি তোকে মারবনা কিন্তু একটা সরতে, তোকে আমার ৩ টা ধাধার সঠিক উত্তর দিতে হবে, তুই যদি আমার 3 টা ধাধার সঠিক উত্তর দিতে পারিস তাহলে আমি তোকে মারবোনা ।
লোক - আচ্ছা ভুত ভাই তাই হবে কিন্তু আমাকে তুমি প্রানে মেরোনা,তুমি যা বলবা আমি সেইটাই করবো ৷
ভুত - আচ্ছা তাহলে বলতো, ১.২.৩
লোকটি ভুতের ৩ টি ধাধার সঠিক উত্তর দিয়ে দিলো, এবং ভুত তাকে ছেড়ে দিলো,
আর ভুত ওখান থেকে চলে গেলো, আর তার বন্ধু হিরা পাসে দাড়িয়ে সব কিছু শুনছিলো তারপর হিরা সেখানে আসে এবং বলে ।
১- বন্ধু তুই ঠিক আছিস তো ।
২ - হ্যা ভাই আজ তো খুব জোর বেচে গিয়েছি।
বন্ধু তুমি কি বলতে পারো যে ওই ভুতকে আমরা কিভাবে এই গ্রাম থেকে তাড়াতে পারি ।
১, হ্যা বন্ধু আমার যানা মতে একটা উপায় আছে, আমাদের গ্রামের সাধুবাবা উনি একমাত্র বলতে পারেন যে কিভাবে ওই গলাকাটা ভুতকে গ্রাম থেকে তাড়ানো যায়,
2, ঠিক আছে বন্ধু তাহলে তাই চল কাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি।
১, ঠিক আছে বন্ধু তাই চলে তবে৷
তারপর তারা পরদিন সকালেই রউনা হল ওই তাদেরি গ্রামে থাকা এক সাধুর কাছে, এবং গিয়ে তদের সব ঘটনা বল্ল ।
সাধু - হুম তোমাদের সব ঘটনা সুনলাম, ওই ভুতকে গ্রাম থেকে তাড়ানোর জন্য একটা উপায় রয়েছে,
কিন্তু সেটার জন্য তোমাদের আমার ৩ টা ধাধার সঠিক উত্তর দিতে হবে ।
লোক - আমরা দুজনি আপনার সব ধাধার সঠিক উত্তর দিবো, আপনি বলুন সাধুবাবা ৷
সাধু - আচ্ছা তাহলে এক এক করে বলত বাবা ।
১.২.৩ ।
তারা দুজনি সঠিক উত্তর দিয়ে দিলো, তারপর সাধুবাবা বল্লো ৷
সাধুবাবা - তুমি এক কাজ করো, এটা নিয়ে যাও আর এখানে পুস্পার জল আছে এই জল টা তুমি যদি তার গায়ে ছিটিয়ে দিতে পারো তাহলে ওই গলাকাটা ভুতের আত্তা সারাজীবনের জন্যই চলে যাবে আর কোনদিন আসবে না।
তারপর তার দুজনি গেলো ওই রাক্ষসের কাছে।
রাক্ষস - কিরে তোদের এতো সাহস দেখে তো আমি অবাক হ্যা, দারা এক্ষুনি তোদের আমি খাবো ।
লোক - তাই বুঝি তাহলে এই নে ।
এটা বলেই তারা সেই সাধুবাবার দেওয়া পুস্পের জল তার গায়ে ছিটিয়ে দিলো, এবং সধুবাবার কথা অনুযায়ী গলাকাটা ভুত টি একেবারেই চলে গেলো ৷
Welcome to "Emon Squad"
This channel is a kids-friendly 2D Animation channel.
with lots of Shots stories With IQ TEST RIDDLE etc.
I hope you are enjoying the videos.
Love to receive your comments and feedback .
Thanks for watching.
===========================
➤ Facebook page: https://bit.ly/2PrxANj
Информация по комментариям в разработке