ভাইরাল পানি বিক্রেতার পাশে ফারিয়া | Faria | Bijoy TV

Описание к видео ভাইরাল পানি বিক্রেতার পাশে ফারিয়া | Faria | Bijoy TV

কিছুদিন আগে এক পানি বিক্রেতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে চলন্ত বাসযাত্রীদের কাছে কিছুটা দৌঁড়াতে দৌঁড়াতে পানি ও জুস বিক্রি করছেন এক যুবক। বাস ছেড়ে দেয়ার পরও তিনি পানি দিতে সক্ষম হন।
ভিডিওটি অল্প সময়েই ছড়িয়ে যায়। জীবিকার প্রয়োজনে একজন তরুণের এমন মুহূর্ত আবেগাপ্লুত করে নেটিজেনদের।
এদিকে, ভিডিওটি অভিনেত্রী ফারিয়া শাহরিনের নজরে পড়লে তিনি প্রথমে তার সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট করেন। কিছুদিন যেতেই সন্ধান পান ভাইরাল হওয়া পানি বিক্রেতার। পরে আরও একটি পোস্ট করেন এ অভিনেত্রী।
পোস্টে ফারিয়া জানান, ভাইরাল হওয়া পানি বিক্রেতা যুবকের নাম মাসুদ। এসএসসি পর্যন্ত পড়েছেন তিনি। পোস্টে সেই যুবকের জন্য চাকরি চান এ অভিনেত্রী।

copyright © A BIJOY TV Production-2022

সঙ্গে থাকুন বিজয় টিভির সাথে
Website: http://bijoy.tv/
Facebook:   / bijoytvlimited  
Youtube:    / bijoytvofficial  

Комментарии

Информация по комментариям в разработке