।।কি আশ্চর্য মজার মানুষ।।বাউলগান।।Baulsong।।-মাধব মেটে(Gram Banglar Lokgaan)

Описание к видео ।।কি আশ্চর্য মজার মানুষ।।বাউলগান।।Baulsong।।-মাধব মেটে(Gram Banglar Lokgaan)

।।কি আশ্চর্য মজার মানুষ।।বাউলগান।।Baulsong।।-মাধব মেটে(Gram Banglar Lokgaan)

।।কি আশ্চর্য মজার মানুষ।।
বাউলগান, লোকগান, লোকগীতি, লোকসংগীত,মহাজনী পদ,প্রাচীন বাংলা গান, গ্রাম বাংলার বাউল গান
কথা:-গোঁসাই চণ্ডীচরণ
কণ্ঠ:-মাধব মেটে
সৌজন্যে:-গ্রাম বাংলার লোকগান/Gram Banglar Lokgaan.
06/04/2023.

কি আশ্চর্য মজার মানুষ
দেখে এলাম শান্তিপুরে
কারো সাথে কয় না কথা
সদায় থাকে মন গুমরে।।
হাড়গোড় নাই চামড়ায় ঘেরা
ক্ষণেক জ্যান্ত ক্ষণেক মরা
পাছায় তারি পাওনি করা
সপ্ত সাগর তার উদরে।।
সেই মানুষের বুদ্ধি হত
হয় না কারো গুণগত
রাগেতে হয় ওষ্ঠাগত
সিঁদ কাটে ঘরের ভিতরে।।
হস্তপদ নাই দেহেতে
দাঁড়িয়ে থাকে অবহেলেতে
চক্ষু নাই সে পায় দেখিতে
নাসিকা নাই ফোঁটা পড়ে।।
গোঁসাই চণ্ডীচরণ ভনে
একথা ভাগবতে মানে
দিবানিশি ভাবছি মনে
গোঁসাই উত্তমচাঁদের চরণ ধরে।।

(ত্রুটি মার্জনীয়)

Комментарии

Информация по комментариям в разработке