২৫ বছরের বেশি বয়সের সন্তান কি আনুতোষিক ও পারিবারিক পেনশন প্রাপ্য হবেন ?

Описание к видео ২৫ বছরের বেশি বয়সের সন্তান কি আনুতোষিক ও পারিবারিক পেনশন প্রাপ্য হবেন ?

#২৫বছরেরবেশিবয়সেরসন্তানকিআনুতোষিকওপারিবারিকপেনশনপ্রাপ্যহবেন ? #১৫বছরেরঅবশিষ্টসময়পারিবারিকপেনশনপ্রাপ্যহবেনকি ?

২৫ বছরের সন্তান কি আনুতোষিক এবং পারিবারিক পেনশন প্রাপ্য হবেন কিনা এ বিষয়ে সিন্ধান্তের জন্য সিজিএ অফিস হতে অর্থমন্ত্রণালয়ের পত্র লিখা হলে অর্থমন্ত্রণালয় হতে নিম্নরুপ সিন্ধান্ত প্রদান করা হয়েছেঃ


সিজিএ কার্যালয়ের আওতাধীন সিএএফণ্ড / সিএজি, পিএসসি ও নির্বাচন কমিশন এর প্রাক্তন অডিটর মরহুম মো জহিরুল ইসলাম এর পারিবারিক পেনশন মঞ্জুরীর বিষয়ে মতামত প্রদান।


উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে সিজিএ কার্যালয়ের আওতাধীন প্রাক্তন অডিটর মরহুম মোঃ জহিরুল ইসলাম অবসরজনিত সুবিধা ব্যতিত বিগত ২৫-০৫-২০১৫ খ্রি. তারিখে মৃত্যুবরণ করায় তার উত্তরাধিকারীগণের আনুতোষিক ও পারিবারিক পেনশন প্রাপ্যতার বিষয়ে নিম্নবর্ণিত মতামত জানানো হলো:
“অবসর গ্রহণের সময় অর্থাৎ ১৭-১১-২০১১ খ্রি. তারিখে মরহুম মোঃ জহিরুল ইসলাম এর দুই জন সন্তানেরই বয়স ২৫ বছরের উর্ধে ছিল বিধায় তারা আনুতোষিক ও পারিবারিক পেনশন প্রাপ্য হবেন না।”

১৫ বছরের অবশিষ্ট সময় পারিবারিক পেনশন প্রাপ্য হবেন কি ?

কোন সরকারি কর্মকর্তা/কর্মচারি পেনশন ভোগরত অবস্থায় ১৫ বছরের আগে মারা যায়, তাহলে তার উত্তরাধিকারগণ পনর বছরের অবশিষ্ট সময় পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। তবে উপরোক্ত আদেশ অনুযায়ী সন্তানের বয়স ২৫ বছরের বেশি হলে তারা পারিবারিক পেনশন প্রাপ্য হবেন না।

স্ত্রীর মৃত্যুর পর পেনশন কে পাবে ?

স্ত্রীর পেনশন স্বামী অজীবন পারিবারিক পেনশন প্রাপ্য হবেন। কিন্তু স্বামী যদি ২য় বিবাহ করেন তাহলে তিনি কোন পেনশন প্রাপ্য হবেন না।

আজীবন পেনশন এর মানে কি?

আজীবন পেনশন এর মানে পেনশনের মানে হচ্ছে তিনি সারাজীবন পেনশন্য প্রাপ্য হবেন।


বিস্তারিত জেনে নিনঃ https://shafinit.com.bd/%e0%a6%86%e0%...


আমাদের ফেজবুক পেজঃ  / shafinit22  

আমাদের twitter পেজ :  / shafinit20  

আমাদের pinterest পেজ:   / shafinit2019  
অথবা
  / islam9849  

Комментарии

Информация по комментариям в разработке