বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করতে সম্মত হয়েছে মালয়েশিয়া সরকার। চলতি মাসেই এটি স্বাক্ষরিত হলে প্রায় তিন বছর পর বাংলাদেশ থেকে সব খাতেই কর্মী নিয়োগের পথ উন্মুক্ত হবে। দেশটির মন্ত্রীপরিষদে বাংলাদেশের সাথে সমঝোতা স্মারক বা এমওইউ সাক্ষরের সিদ্ধান্তের পর দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক রেসি এম সারাভানান গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তবে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী তার বিবৃতিতে বলেছেন যে তার দেশের মন্ত্রিসভা তাকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের অনুমতি দিয়েছে।
"এমওইউ স্বাক্ষরের পরপরই বাংলাদেশী কর্মী নিয়োগ শুরু হবে এবং কেবিনেট এবার সব খাতেই বিদেশী কর্মী নিয়োগে সম্মত হয়েছে যার মধ্যে আছে বৃক্ষরোপণ, কৃষি, নির্মাণ, সেবা, খনি ও গৃহকর্মসহ আরও কয়েকটি খাত"।
এছাড়া নিয়োগকর্তার ঝামেলা থেকে মুক্তি দিতে মন্ত্রিসভা আগামী পহেলা জানুয়ারি থেকে বহু-স্তরীয় লেভি বাস্তবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
কোভিড-১৯ সংক্রমণের জন্য প্রায় দু'বছর সব বিদেশী কর্মী নিয়োগ বন্ধ রেখেছিলো মালয়েশিয়া। তবে বাংলাদেশী কর্মী নিয়োগ বন্ধ আছে প্রায় তিন বছর ধরে।
মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কর্মী নিয়োগের বিষয়ে প্রথম আনুষ্ঠানিক চুক্তি হয়েছিলো ১৯৯২ সালে। কিন্তু কয়েক বছর চলার পর সেটি বন্ধ হয়ে যায়। এরপর ২০০৬ সালে আবার কর্মী প্রেরণ শুরু করে বাংলাদেশ কিন্তু বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশী ধরা পড়ার পর ২০০৯ সালে মালয়েশিয়ায় শ্রমবাজারে বাংলাদেশকে নিষিদ্ধ করা হয়।
এরপর আবার দু'দেশের মধ্যে আলোচনার পর ২০১২ সালে নতুন চুক্তি হয় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে। কিন্তু কর্মী প্রেরণে সিন্ডিকেটের দৌরাত্মসহ নানা অভিযোগে ২০১৮ সালে সেটি বন্ধ করে মাহাথির মোহাম্মদের সরকার। এর তিন বছর পর এখন আবার বাংলাদেশী শ্রমিকদের মালয়েশিয়া যাওয়ার পর উন্মুক্ত হবে - যদি শেষ পর্যন্ত দেশটির মন্ত্রীসভার সিদ্ধান্ত অনুযায়ী দু'দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আমার কথা বিশ্বাস না হলে, আমি লিংক দিলাম যাচাই করে নিনঃ
https://www.bbc.com/bengali/news-5960...
https://samakal.com/probas/article/21...
https://www.dailynayadiganta.com/firs...
অনেকেই বলে থাকেন আমি কেন অফিস নেই না, এখন গত সপ্তাহে যৌথ ভাবে ঢাকায় একটা অফিস নিলাম, এর পড়ে অনেক নেগেটিভ কমেন্ট পড়েছে, অনেকেই বলছে আমি নাকি এজেন্সি খুলে বসেছি, বাংগালির মন বুঝা বড় দায়।
আসলে আমি তো জয়েন্ট ভেঞ্চারে বনানি তে একটা অফিসে বসবো বলে ভাবছিলাম তাও মাসে মাত্র ২ দিন, ভেবেছিলাম আপনাদের সাথে দেলহা করবো, আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো। আপনারা কি চান বলেন!!!
আমার ইমেইল ঠিকানা চ্যানেল এর ইনফো তে আছে, সেখানে থেকে নিয়ে আমাকে ইমেইল করতে পারেন, আই সাধ্য মত চেষ্টা করি আপনাদের প্রশ্নের উত্তর দিতে। হয়তো একটু দেরি হয়, কিন্তু তারপরো চেষ্টা করি।
যদি ভিডিও টা ভালো লাগে, তাহলে প্রচুর শেয়ার দিবেন যাতে অন্যরাও জানতে পারে এই ভিসা সম্পর্কে। আমার চ্যানেল কে ভালবাসুন, আমার ভিডিও গুলাতে কমেন্ট করুন, কিন্তু প্লিজ উলটা পালটা মন্তব্য করা থেকে বিরত থাকুন। ভিডিও না দেখে না বুঝে মন্তব্য করবেন না। তাহলে ব্যান করা হবে।
KW:
Malaysia, Malaysia work permit visa 2022, Malaysia visa from Bangladesh, Malaysia job visa for Bangladeshi, Dhaka to Malaysia, Malaysia flight, Malaysia visa Bangladesh, KL, how to go Malaysia, teknaf to Malaysia, kualallampur, bmet Malaysia, BOESL Malaysia visa news, latest news of BOESL, jobs in Malaysia, move with rafaet, rafaet, easy way to get Malaysia visa 2022, Malaysia contract visa, Malaysia tourist visa rules, Malaysia tourist visa 2022, মালয়েশিয়া, মালয়েশিয়া ভিসা, মালয়েশিয়া ভিসার খবর, মালয়েশিয়া ভিসা ২০২২, মালয়েশিয়া জব ভিসা ২০২২, মালয়েশিয়া কন্ট্রাক্ট ভিসা, কিভাবে মালয়েশিয়া যাবো, ঢাকা টু মালয়েশিয়া, মালয়েশিয়া যাবার সহজ নিয়ম, বাংলাদেশিদের জন্য খুলে গেলো মালয়েশিয়া, খুলে গেলো মালয়েশিয়া শ্রম বাজার, মালয়েশিয়া শ্রম বাজার ২০২২, মালয়েশিয়া ভিসার খবর, মালয়েশিয়া কিভাবে যাবো, সহজে মালয়েশিয়া ভিসা, ঢাকা হতে মালয়েশিয়া, মালয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২২, মালয়েশিয়া ওয়ার্ক ভিসা, সরকারি ভাবে মালয়েশিয়া, জি টু জি, রাফায়েত, ২০২২, ২০২৩,
Информация по комментариям в разработке