HSC ICT Tutorial Chapter-3.1 Part-3: দশমিক থেকে বাইনারিতে রুপান্তর | Decimal to Binary Conversion

Описание к видео HSC ICT Tutorial Chapter-3.1 Part-3: দশমিক থেকে বাইনারিতে রুপান্তর | Decimal to Binary Conversion

সংখ্যা পদ্ধতি অধ্যায়ের ৩য় পর্বে সবাইকে স্বাগতম। এই পর্ব থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখবো, তা হলো সংখ্যা পদ্ধতির রুপান্তর। আমরা এই পর্যন্ত চার ধরনের সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছি। এদের একটি থেকে অন্যটিতে কিভাবে কোন সংখ্যাকে রুপান্তর করতে হয় সে বিষয়গুলোই আমরা শিখবো। সংখ্যা পদ্ধতির রুপান্তরে বেশ কয়েকটি রুপান্তর আমাদেরকে শিখতে হবে। আমরা ধারাবাহিক ভাবে একটি একটি করে রুপান্তর শিখবো।
এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে কোন একটি দশমিক সংখ্যাকে তার সমতূল্য বাইনারি সংখ্যায় রুপান্তর করতে হয়। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করছি আমরা দশমিক থেকে বাইনারিতে রুপান্তর করার পদ্ধতি ভালোভাবে আয়ত্ত করতে পারবো।

আলোচ্য বিষয় সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল।

🚦আইসিটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং যে কোন সমস্যায় পড়লে তার সমাধান পেতে আমাদের ফেসবুক গ্রুপ HSC ICT Practice Room এ জয়েন করতে পারেন। Link:   / hscictpracticeroom  

🚦 সংখ্যা পদ্ধতি অধ্যায়ের সকল ভিডিও একসাথে পেতে আমাদের চ্যানেল থেকে “তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - সংখ্যা পদ্ধতি” এই প্লে লিস্টটি দেখুন। প্লে লিস্টের লিংক:    • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - সংখ্যা পদ্ধতি  

🚦 উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত সকল ভিডিও এক সাথে দেখতে আমাদের চ্যানেল থেকে HSC ICT Tutorial এই প্লে লিস্টটি দেখুন। প্লে লিস্টের লিংক:    • HSC ICT All Chapter Tutorial  

🚦 এছাড়াও ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।
আমাদের ফেসবুক পেজ: www.facebook.com/nabatechworld

🚦 আমাদের নতুন ভিডিও গুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আমাদের চ্যানেল:    / nabatech  

🚦 আমাদের ওয়েবসাইটেও প্রতিটি ভিডিও সম্পর্কে আপডেট রয়েছে।
আমাদের ওয়েবসাইট: www.nabatechworld.com

আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

Комментарии

Информация по комментариям в разработке