নাকের হাড় বাঁকা বা মাংস বৃদ্ধি হলেই কি চিকিৎসা নেওয়া জরুরি? | Dr. MD. Abdullah Al Harun | ENT

Описание к видео নাকের হাড় বাঁকা বা মাংস বৃদ্ধি হলেই কি চিকিৎসা নেওয়া জরুরি? | Dr. MD. Abdullah Al Harun | ENT

আমাদের নাকের ২টা ছিদ্রের মাঝে একটা বিচ্ছেদ ওয়াল থাকে এটাকে নাকের হাড় বলা হয়। এটা নরম হাড় বা Cartilage এবং শক্ত হাড় বা Bones দ্বারা গঠিত। সাধারনত ৯০% মানুষেরই নাকের হাড় বাঁকা থাকে। কিন্তু যখন এই হাড় বাঁকা হওয়ার কারণে মানুষ সমস্যার সম্মুখীন হয় যেমন- শ্বাস নিতে কষ্ট হওয়া বা শ্বাস বন্ধ হয়ে যায় তখনই এটা রোগ বলে গণ্য হয়। নাকের হাড় বাঁকা হলেই চিকিৎসা নেওয়ার প্রয়োজন নেই। অনেকে ঘাবড়ে গিয়ে নিজের এলাকার বিভিন্ন ওঝা বা কোয়াক এর কাছ থেকে চিকিৎসা নেওয়া শুরু করেন কিন্তু এটা একদমই ঠিক নয়।

এই ভিডিওটিতে নাকের হাড় বাঁকা বা মাংস বৃদ্ধি এবং এই রোগের প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত কথা বলছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (ইএনটি) ডাঃ মোঃ আব্দুল্লাহ আল হারুন।

""আপনার সুস্বাস্থ্যই আমার প্রার্থনা""
ডাঃ মোঃ আব্দুল্লাহ আল হারুন।

বুকিং এবং এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন বাংলাদেশ ইএনটি হাসপাতাল এর ফোন নাম্বারেঃ ০৯৬৬৬৭১০৭১০, ০১৭১৭২৫০৬৬৭
অথবা অথেনটিক ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন লিঃ এর ফোন নাম্বারেঃ ০১৮৪৪৫২২৩০০, ০১৮৪১৭১৫২৬৯, ০১৮৭৭৭৭১২২২

#DrHarun #DMC #ENT #dhaka #bones #SMD #headache #turbinates #cartilage #entsurgery

বিঃদ্রঃ এই ভিডিওর তথ্যগুলি শুটিং তারিখ এবং আপলোডের তারিখ হিসাবে সঠিক ছিল। শুধুমাত্র নাকের হাড় বাঁকা বা মাংস বৃদ্ধি এবং এই রোগের প্রতিকার এবং প্রতিরোধ সম্পর্কে সঠিক তথ্যে অবহিত করণের উদ্দেশ্যে এটি আপলোড করা হয়েছে।

বিস্তারিত পরামর্শের জন্য আমাদের সাথে অথবা আপনার স্থানীয় মেডিকেল কর্তৃপক্ষের সাথে পরামর্শ করুন।

Follow to Dr. MD. Abdullah Al Harun get the latest updates:
Facebook:   / harunent  
Website: http://www.drharunent.com

Комментарии

Информация по комментариям в разработке