বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ | Unknown history of Baliati Zamindar house |

Описание к видео বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ | Unknown history of Baliati Zamindar house |

বালিয়াটি জমিদার বাড়ি মানিকগঞ্জ | Unknown history of Baliati Zamindar house |

ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়িটি। ইতিহাস থেকে জানা গেছে আনুমানিক ১৭৯০ খ্রিস্টাব্দে বালিয়াটি জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। প্রাসাদটি স্থানীয়ভাবে বালিয়াটি জমিদারবাড়ি নামেই পরিচিত। বালিয়াটির জমিদাররা উনিশ শতকের প্রথমার্ধ থেকে আরম্ভ করে বিশ শতকের প্রথমার্ধ পর্যন্ত প্রায় শতাধিক বছর বহুকীর্তি রেখে গেছেন, যা জেলার পুরাকীর্তিকে বিশেষভাবে সমৃদ্ধ করেছে। পুরাকীর্তির ইতিহাসে বালিয়াটি জমিদার বাড়ি এক অনন্য সৃষ্টি। খ্রিস্টীয় উনিশ শতকের দিকে এই বাড়ি নির্মিত হয়। একটি নিম্নবিত্ত সাহা পরিবার থেকেই বালিয়াটি জমিদার বংশের উদ্ভব।বালিয়াটির জমিদারদের পূর্বপুরুষ গোবিন্দ রায় সাহা ছিলেন একজন ধনাঢ্য লবণ ব্যবসায়ী। এই বাড়ির উত্তর-পশ্চিম অংশে লবণের একটা বড় গোলাবাড়ি ছিল। এই কারণে এই বাড়ির নাম রাখা হয়েছিল গোলাবাড়ি। সেকালে গোলাবাড়ির চত্বরে বারুনির মেলা বসত এবং এর পশ্চিম দিকে তাল পুকুরের ধারে আয়োজন করা হতো রথ উৎসব। বসত রথের মেলা। তবে পর্যাপ্ত জায়গার অভাবে বর্তমানে এই স্থানে রথের মেলা না হয়ে হয় বালিয়াটি গ্রামের পুরান বাজারের কালী মন্দিরের পাশে।১৩০০ বঙ্গাব্দের ১ বৈশাখ এই বাড়ির জমিদাররা গৃহপ্রবেশ করেন বলে জানা যায়। এই জমিদার বাড়ি ৫.৮৮ একর জমির উপর প্রতিষ্ঠিত। জমিদার বাড়ির সামনেই রয়েছে একটি বড় পুকুর। বাড়িটির সম্মুখভাগে চারটি সুবিন্যস্ত সিংহদ্বার সমৃদ্ধ চারটি বিশাল প্রাসাদ পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত এমন সুদৃশ্যভাবে দাঁড়িয়ে রয়েছে। বর্তমানে এই পুকুরের ঘাটগুলো জরাজীর্ণ হয়ে গেছে। এখানে সাতটি প্রাসাদতুল্য ইমারতে মোট ২০০টি কক্ষ আছে।
বালিয়াটি প্রাসাদের প্রতিটি প্রবেশ পথের চূড়ায় রয়েছে পাথরের তৈরি চারটি সিংহমূর্তি। যাকে বলে সিংহ দরজা। ছোট ছোট ফুল সমৃদ্ধ এমন প্রাচীন সৌন্দর্য যেন দৃষ্টি নন্দিত। স্থানীয়দের মতে, এর মূল প্রবেশদ্বার কাঠের তৈরি ছিল। এখানে পূর্ববাড়ি, পশ্চিমবাড়ি, উত্তরবাড়ি, মধ্যবাড়ি এবং গোলাবাড়ি নামে বড় আকারের পাঁচটি ভবন। জমিদারবাড়ির এই বিভিন্ন অংশ বালিয়াটি জমিদার পরিবারের উত্তরাধিকারীরাই তৈরি করেন বলে জানা যায়। এই রাজবাড়ির প্রথম সারিতে চারটি প্রাসাদ রয়েছে। এগুলোর নির্মাণশৈলী মোটামুটি একই রকম। চার-চারটা জমিদার বাড়ি, প্রায় ৫০ ফিট উঁচু এক একটা প্রাসাদ এতই কারুকাজে পূর্ণ যে প্রতি মুহূর্তেই বিস্মিত হয় দর্শনার্থীরা। আট ইঞ্চি করে সিঁড়ির উত্থান আর বিশাল বিশাল স্তম্ভগুলো চুন-সুরকি আর ইট দিয়ে তৈরি। প্রতিটা স্তম্ভের স্তম্ভমূল ছয় ফিটের অধিক। গ্রিক স্থাপত্যের মতোই কারুকাজমণ্ডিত স্তম্ভের ওপরের দিকটা প্রাচ্য আর পাশ্চাত্যের মিশ্রণে তৈরি করা হয়েছে। ফ্লোরাল টপসহ কোরেন্থিয়ান ধাঁচের পিলার আছে চার প্রাসাদেই। এর মাঝখানের দুটি প্রাসাদ দুই তলা এবং দুই পার্শ্বের দুটো প্রাসাদ তিন তলা। এর মধ্যে ১টি প্রাসাদে আগে কলেজ ছিল, বর্তমানে তা পরিত্যক্ত অবস্থায় আছে বলে জানা গেছে। ২ নম্বর প্রাসাদের ভেতরেই বর্তমান জাদুঘর। এর দ্বিতীয় তলায় একটি রংমহল রয়েছে। এখানে জমিদারদের ব্যবহৃত নিদর্শনাদি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে। জমিদার বাড়ির অন্দরমহলে একটি পুকুর আছে। ৬টা সিঁড়ি পুকুরে নেমে গেছে। বেশিরভাগই ভাঙা। শান বাঁধানো ছয়টি ঘাট আছে এ পুকুরের চারপাশে। ১৯৮৭ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই জমিদার বাড়িটি অধিগ্রহণ করেন এবং বর্তমানে এর সংস্কার কাজ চলছে।

️➡️বালিয়াটি জমিদার বাড়ির প্রবেশ মূল্য জনপ্রিয় ২০ টাকা করে। এই জমিদার বাড়িটি রবিবার পুরোদিন এবং সোমবার আধা বেলা বন্ধ থাকে।

#বালিয়াটি_জমিদার_বাড়ি
#বালিয়াটি_প্রাসাদ
#মানিকগঞ্জ
#Baliati_Jamindar_bari
#baliatipalace



হরিপুর রাজবাড়ি নিয়ে তৈরি করা ভিডিও টি দেখুন নিচের লিংকে :
   • Haripur Rajbari | হরিপুরের ঐতিহ্যবাহী...  

মুক্তাগাছা জমিদার বাড়ি নিয়ে তৈরি করা ভিডিও টি দেখুন নিচের লিংকে :
   • মুক্তাগাছা জমিদার বাড়ির অজানা ইতিহাস।...  

মহেরা জমিদার বাড়ি নিয়ে তৈরি করা ভিডিও টি দেখুন নিচের লিংকে :
   • বাংলাদেশের সবচেয়ে সুন্দর জমিদার বাড়ি।...  

মুড়াপাড়া জমিদার বাড়ি নিয়ে তৈরি করা ভিডিও টি দেখুন নিচের লিংকে :
   • মুড়াপাড়া জমিদার বাড়ির সৌন্দর্য ও অজান...  

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী জমিদার বাড়ি নিয়ে তৈরি করা ভিডিও টি দেখুন নিচের লিংকে :
   • নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী জমিদার বাড়ি...  

করটিয়া জমিদার বাড়ি নিয়ে তৈরি করা ভিডিও টি দেখুন নিচের লিংকে :
   • Korotia jamindar bari।। বাংলাদেশে আজও...  

গাংগাটিয়া জমিদার বাড়ি নিয়ে তৈরি করা ভিডিও টি দেখুন নিচের লিংকে :
   • কিশোরগঞ্জের গাংগাটিয়া জমিদার বাড়ি।। G...  


➡️Please subscribe to my channel for more interesting videos
Do like comment and share this video 💛❤️💜

Комментарии

Информация по комментариям в разработке