জমি আছে কিন্তু দলিল নাই কি ভাবে জমির দলিল সংগ্রহ করবেন? জমির দলিল তল্লাশি।। সহজ আইন।।

Описание к видео জমি আছে কিন্তু দলিল নাই কি ভাবে জমির দলিল সংগ্রহ করবেন? জমির দলিল তল্লাশি।। সহজ আইন।।

প্রিয় দর্শক,
এই পর্বের মাধ্যমে আমি আলোচনা করেছি জমি আছে কিন্তু দলিল নাই কি ভাবে দলিল সংগ্রহ করবেন?
আপনারা জমির দলিল ২ টি উপায়ে উঠাতে পারবেন।
প্রথম উপায় :
প্রথমে নিচের তিনটি ধাপ অনূসরণ করুণ!
প্রথম ধাপ : প্রথমে জমির দাগ নাম্বার জানুন।
আপনি যে দাগটি জানেন সেটা কি দাগ তা নিশ্চিত হোন ?
আপনি যে দাগটি জানেন সেটা
cs দাগ, না RS দাগ, না BS দাগ নিশ্চিত হোন ।
ধাপ ২:
দাগ নম্বর জেনে খতিয়ান নাম্বার জানুন।
কোথা থেকে জানবেন?
ইউনিয়ন ভূমি বা তফসিল অফিস হতে।
ধাপ ৩:
খতিয়ানে যদি নামজারি বা খারিজ করা থাকে তাহলে দেখুন কার নামে নামজারি করা।
নামজারি বা জমাভাগের কেস বা নথি বের করে নিন।
নামজারি বা খারিজের নথিতে দলিলের নাম্বার দেয়া থাকে ওইখান থেকে দলিল নাম্বার নিয়ে নকল বা সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন।
কোথায় করবেন?
জেলা রেকর্ড রুম অথবা সাব রেজিস্ট্রি অফিস।
আপনার জমির দলিল যদি বর্তমান সাল থেকে ৫-৬ বছর আগের হয় তাহলে সাব রেজিস্টি অফিস হতে দলিলের নকল বা সার্টিফাইড কপি নিতে পারবেন।
আর দলিল টি যদি অনেক বছর আগের হয় তাহলে জেলা রেজিস্ট্রার অফিস এর জেলা রেকর্ড রুম হতে সংগ্রহ করতে হবে।
উপায় ২:- তিনটি ধাপ অনুসরণ করে দলিল নম্বর বা দলিল না পান তখন দলিল তল্লাশি বা সার্চ করতে হবে।
তল্লাশি বা সার্চ করতে যা যা লাগবে
১. সম্ভাব্য সাল
2. দলিল গ্রহীতা ও গ্রহীতার বাবার নাম,
ও দলিল দাতার নাম
3. দাগ নাম্বার ও মৌজা।
তল্লাশি কোথায় করবেন?
দলিল টি যদি ৫-৬ বছর আগের হয় তাহলে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস।
যদি অনেক বছর আগের হয় জেলা রেকর্ড রুম, জেলা রেজিস্ট্রার অফিস।
জমির দলিল তল্লাশি    • জমির দলিল তল্লাসি দেওয়ার সহজ নিয়ম।Rul...  


#দলিলতল্লাশি #জমিতল্লাশি

-Contact Information
Phone No- 01671-043256
Email- [email protected]
Face book Page Link-   / shohozain  
Instagram Link-   / advocatelemon  
Twitter Link-   / advocatelemon  

Комментарии

Информация по комментариям в разработке