মীর মশাররফ হোসেন হল | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | Mir Mosharraf Hossain Hall- Jahangirnagar

Описание к видео মীর মশাররফ হোসেন হল | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় | Mir Mosharraf Hossain Hall- Jahangirnagar

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে বাংলাদেশের একমাত্র প্রজাপতির আকৃতির হলটি, মীর মশাররফ হোসেন হল। প্রজাপতি আকৃতির এই হলটির নান্দনিক স্থাপত্যশৈলী মুগ্ধ করে সবাইকে। সবুজে ঘেরা হলটির নান্দনিক বৈশিষ্ট্য হলটিকে দিয়েছে অনন্য মাত্রা।
মজার বিষয় হলো, নতুন কেউ হলটিতে প্রবেশ করলে আর বের হতে পারে না।পথ হারিয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। প্রথম বারা হলে আসা শতকরা ৯৫ জনকেই এমন মধুর সমস্যায় পড়তে হয়।বিশ্বাস না হলে একবার ঘুরে আসতে পারেন!
হলটির ডিজাইনার বিখ্যাত স্থপতি মাজহারুল ইসলাম। তবে হলের স্থপতি নিয়ে একটি ভুল ধারণা প্রচলিত রয়েছে। অনেকেই বলে থাকেন এর স্থপতি জাতীয় সংসদের স্থপতি লুই আই কান।আবার অনেকেই এটিকে বাংলাদেশের সবচেয়ে বড় হল বলে থাকে।
যাই হোক এই হলটিতেই আমার বিশ্ববিদ্যালয় জীবন কেটেছে। এটা আমার পরম সৌভাগ্য। হল ছেড়ে আসার আগে কেন যেন মনে হলো হলটা নিয়ে কিছু একটা বানাই। সিনেমাটোগ্রাফির গ্রামার বুঝতাম না।হুট হাট করেই বানিয়ে ফেললাম এই ডুকুমেন্টারিটি। অনেক কিছুই বাদ পড়ে গেছে, খুব সামান্য অংশই তুলে ধরতে পেরেছি। তারপরও আশা করি ভিডিওটি ভাল লাগবে, নজর কাড়া সৌন্দর্য মোহিত করবে আপনাদের। আর সাবেক বড় ভায়েরা হবেন নস্টালজিক, এক মহূর্তের জন্য ফিরে যাবেন জীবনের শ্রেষ্ঠ সময়গুলিতে!!

Thumbnail By Farhan
(Farhan nock me Brother)

Documentary:
#jahangirnagaruniversity
#মীর মশাররফ_হোসেন_হল
#Jahangirnagar_University

Комментарии

Информация по комментариям в разработке