আশা ছিলো ভালবাসা ছিলো কারাওকে। আনন্দ আশ্রম। কিশোর কুমার। বাবাই চক্রবর্তি Cover।

Описание к видео আশা ছিলো ভালবাসা ছিলো কারাওকে। আনন্দ আশ্রম। কিশোর কুমার। বাবাই চক্রবর্তি Cover।

আশা ছিলো ভালবাসা ছিলো কারাওকে। আনন্দ আশ্রম। কিশোর কুমার। বাবাই চক্রবর্তি Cover।





Asha Chilo Bhalobasa Chilo
তাল: কাহারবা (৮ মাত্রা)
ছায়াছবি: আনন্দ আশ্রম (১৯৭৭)
গীতিকার: গৌরীপ্রসন্ন মজুমদার
সুরকার: শ্যামল মিত্র
শিল্পী: কিশোর কুমার

আশা ছিল ভালোবাসা ছিল
আজ আশা নেই,ভালোবাসা নেই।
আ আ আ আ আ
[আশা ছিল ভালোবাসা ছিল
আজ আশা নেই,ভালোবাসা নেই]-২

এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে।
আ আ আ আ
এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে।
আজ এখানে আমার আশার সমাধি
ব্যথা জানাবার ভাষা নেই
আশা নেই,ভালোবাসা নেই
আশা ছিল ভালোবাসা ছিল
আজ আশা নেই,ভালোবাসা নেই।

আ আ আ
আজ তুমি কত দূরে মুছে গেছ মরণে
নেই কাছে তবু আছ ব্যথা ভরা স্মরণে।
আ আ আ আ
আজ তুমি কত দূরে মুছে গেছ মরণে
নেই কাছে তবু আছ ব্যথা ভরা স্মরণে।
ফিরে চলে যায় যে সময় হায় একবার
তার যাওয়া আছে আসা নেই
আজ আশা নেই,ভালোবাসা নেই
আশা ছিল ভালোবাসা ছিল
আজ আশা নেই,ভালোবাসা নেই।



#আশা ছিলো #আনন্দ আশ্রম#kishore #kartik#babai chakraborty

Комментарии

Информация по комментариям в разработке