মাওলানা ইয়াসিন শাহ চিরনিবাস

Описание к видео মাওলানা ইয়াসিন শাহ চিরনিবাস

গদ্দীবাড়ি (আসন)
মৌলভীবাজার
কৈলাসহর (মাজার) ত্রিপুরা, ভারত
একটি Sylhet i নিবেদন

বিবরন: ইয়াসিন শাহ শরীয়তপন্থি একজন সাধক কবি । তাঁর রচনায় স্রষ্টা এবং সৃষ্টির নিগুড় তথ্যের প্রভাব পরিলক্ষিত হয় । বাল্যবেলা মক্তবে পড়ালেখার মধ্য দিয়ে শিক্ষা জীবন শুরু হলেও পরবর্তীতে ভারতের দেওবন্দ মাদ্রাসায় শিক্ষালাভ করেন । হাদীস ও তফসিরে পারদর্শীতা লাভ করে মাওলানা খেতাব অর্জন করেন । তাঁর পুরো নাম মাওলানা মোহাম্মদ ইয়াসিন, পিতা মুন্সী মোহাম্মদ নুর আলী । সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার তরফ পরগনার কাইছনাজুরী গ্রামে ১২৫৬ বাংলা সালে তিনি জন্মগ্রহন করেন । ইয়াসিন শাহ মুলত একজন স্বভাবকবি ছিলেন, কথা বলতেন কাব্যের মিশ্রনে । মৌলভীবাজার জেলার গদ্দীবাড়িতে এখনও তাঁর আসন বিদ্যমান । এখানেই রয়েছে তাঁর পূর্বপুরুষের মাজার । এই সাধক কবি প্রায় ৮৫ বছর বয়সে ১৩৪০ বাংলা সালে মৃত্যুবরন করেন । ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর নামক স্থানে তিনি চিরনিদ্রায় শায়িত আছেন ।

Комментарии

Информация по комментариям в разработке