বিমানবন্দর ৩য় টার্মিনাল এর নিকটবর্তী পূর্ব দিকে খিলক্ষেত থানা এলাকায় কমদামে ৪ কাঠা জমি বিক্রয় হবে।

Описание к видео বিমানবন্দর ৩য় টার্মিনাল এর নিকটবর্তী পূর্ব দিকে খিলক্ষেত থানা এলাকায় কমদামে ৪ কাঠা জমি বিক্রয় হবে।

👉জমির অবস্থান : ঢাকা উত্তর সিটি করপোরেশন এর ৪৮ নং ওয়ার্ড খিলক্ষেত থানা এলাকায়

👉জমির পরিমান : ৪ কাঠা
👉রাস্তা : উত্তরে ১০ ফুট
👉জমির মূল্য : ১৪ লক্ষ টাকা প্রতি কাঠা

📌 জমির অবস্থানের কাছাকাছি স্কুল, কলেজ, মাদ্রাসা, দৈনিক বাজার, মার্কেট, হাসপাতাল, মসজিদ অবস্থিত। পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে / বসুন্ধরা আ/এ থেকে দুরত্ব ১.৫০ কি.মি. এবং বিমানবন্দর - হাজীক্যাম্প / কাওলার রেলগেট- বিমানবন্দর ৩য় টার্মিনাল থেকে দুরত্ব ২.০০ কি.মি. এবং রিক্সা বা অটোরিকশায় যাতায়াত করা যায়। বর্তমানে সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে উত্তরখান - দক্ষিণখানের ঢাকা উত্তর সিটি করপোরেশন এর নতুন ৭ টি ওয়ার্ডের সকল রাস্তার সম্প্রসারণ, সুয়ারেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনে খাল গুলো সংস্কার কাজ চলমান।

📌প্রতিটি ওয়ার্ডে শিশু পার্ক, খেলার মাঠসহ সকল নাগরিক সুবিধা সিটি করপোরেশন নিশ্চিত করছে। নতুন এই ৭ টি ওয়ার্ড হতে যাচ্ছে ঢাকার মধ্যে ৭টি মডেল ওয়ার্ড।

📌উত্তরখান - দক্ষিণখান থানার এই ৭ টি ওয়ার্ড তাদের ভৌগলিক অবস্থানের জন্যও বেশ সুবিধাজনক ও বসবাসের জন্য আকর্ষণীয়। পশ্চিমে উত্তরা ও বিমানবন্দর/ রেলস্টেশন/ হাজীক্যাম্প / আব্দুল্লাহপুর আন্তঃজেলা বাস স্টেশন, উত্তরে টঙ্গী শিল্পাঞ্চল ও তুরাগ নদী, পূর্বে পূর্বাচল/ গাজীপুর কালীগঞ্জ/ এশিয়ান হাইওয়ে / বালু নদী, দক্ষিণে পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেস হাইওয়ে / বসুন্ধরা / খিলক্ষেত।

📌কয়েকটি সরকারী স্কুল, কলেজ, মাদ্রাসাসহ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছে।

📌 প্রস্তাবিত আব্দুল্লাহপুর - ডেমরা ৩০০ ফুট ঢাকা রিং রোড ও মেট্রোরেল প্রকল্প খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে।

✔️ তাই চিন্তা করতে কোন দ্বিমত -দ্বিধা নেই বসবাসের জন্য এই এলাকাটি হতে যাচ্ছে ঢাকার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এলাকা। তাই এখানে জমির মূল্যও বাড়ছে ঢাকার অন্যান্য এলাকার চেয়ে অনেক বেশি। ভবিষ্যত চিন্তাকারী বুদ্ধিমানরা অনেক আগে থেকেই এসব এলাকায় জমিতে বিনিয়োগ করছেন। এক বছর আগেও যারা জমি কিনেছেন এখন সেই জমি প্রায় দ্বিগুণ মূল্যেও পাওয়া কষ্ট। তাই আর দেরী না করে এবং বেশি ঘুরাঘুরি না করে সঠিক কাগজপত্র যাচাই-বাছাই করে জমি কিনে নিন।

✔️জমির মূল্য নির্ভর করে জমির অবস্থান এবং রাস্তা সহ যোগাযোগ ও নাগরিক সুবিধার উপর।

🇧🇩জমি, বাড়ি, ফ্ল্যাট, দোকান, কলকারখানা, পেট্রোল পাম্প, রিসোর্ট ইত্যাদি ক্রয় - বিক্রয়ে আমার সহযোগিতা নিন।

মোহাম্মদ লিয়াকত আলী টিপু
অফিস : কলেজ রোড, পানির পাম্প, আইনুছবাগ, দক্ষিণখান, ঢাকা।
📞01964917335
📞01785686188

Комментарии

Информация по комментариям в разработке