তিনিই আপনার প্রতি কিতাব নাযিল করেছেন। তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলোই কিতাবের আসল অংশ। আর অন্যগুলো রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে, তারা অনুসরণ করে ফিৎনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশে তন্মধ্যেকার রূপকগুলোর। আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর যারা জ্ঞানে সুগভীর, তারা বলেনঃ আমরা এর প্রতি ঈমান এনেছি। এই সবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আর বোধশক্তি সম্পন্নেরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না।
এসব আয়াতের বিষয় মুমিনদের চোখের সামনে তুলে ধরলেও তারা এর মধ্যে স্ববিরোধীতা দেখে না। কোরান একবার বলছে - এর সব আয়াত পরিস্কার ও বিস্তারিত, আবার অন্য যায়গায় বলছে - কিছু আয়াত পরিস্কার ও কিছু রূপক বা অস্পষ্ট - সরাসরি এই স্ববিরোধী কথা কোরানে বলা থাকলেও মুমিনদের বোধ বুদ্ধি এখানে লোপ পেয়ে যায় আর তারা এর মধ্যে স্ববিরোধীতা দেখে না।
কোরান ভিন্ন ভিন্ন আয়াতে সুস্পষ্টভাবে স্ববিরোধী কথা বলেই আবার দাবী করছে তাতে কোন স্ববিরোধীতা নেই। সুতরাং এখন মুমিনদেরকে সামনে যতই কোরানের মধ্যে থেকে স্ববিরোধী বক্তব্য তুলে ধরা হোক না কেন , মুমিনরা সেটা কোনভাবেই স্বীকার করবে না , কারন কোরান বলেছে তাতে কোন স্ববিরোধীতা নেই। সুতরাং সুস্পষ্টভাবেই মূর্খ , অন্ধ , উন্মাদ , ও পাগল এবং জড়বুদ্ধি সম্পন্ন মানুষ না হলে তার পক্ষে খাটি বা সহিহ মুমিন হওয়া অসম্ভব।
তাহলে কুরআন বুঝার জন্য কিছু কিছু আয়াত নাস্তিক বা কাফেরের ব্লগ থেকে সংগ্রহ করে এখানে পেস্ট করা বা লিংক দেয়া, নিজের বস্তির মূর্খ অভিজ্ঞতা থেকে কুরআন না বুঝতে পারার কথা, ও সেই সাথে সমালোচনা করে নিজের বস্তিতে থেকে অভিজ্ঞতা অর্জনের আলোকে পুস্ট দিয়ে, নিজে কখনোই কুরআন বুঝতে পারবিনা,
নিশ্চয় এলমে দ্বিন বা শিক্ষা করা ফরয।
কোরান ভিন্ন ভিন্ন আয়াতে সুস্পষ্টভাবে স্ববিরোধী কথা বলেই আবার দাবী করছে তাতে কোন স্ববিরোধীতা নেই। সুতরাং এখন মুমিনদেরকে সামনে যতই কোরানের মধ্যে থেকে স্ববিরোধী বক্তব্য তুলে ধরা হোক না কেন , মুমিনরা সেটা কোনভাবেই স্বীকার করবে না , কারন কোরান বলেছে তাতে কোন স্ববিরোধীতা নেই। সুতরাং সুস্পষ্টভাবেই মূর্খ , অন্ধ , উন্মাদ , ও পাগল এবং জড়বুদ্ধি সম্পন্ন মানুষ না হলে তার পক্ষে খাটি বা সহিহ মুমিন হওয়া অসম্ভব।
Subscribe Our Channel:
/ @betarbitanislamimedia
In this channel you will find Islamic Videos, Waz Mahfil, Islamic Music, Islamic Discussion Tafsirul Quran Mahfil. Subscribe our channel to get regular videos. If you like the video, please subscribe to our channel to listen to the Bangla Waz Mahfil and Tafsirul Quran of all Haqqani Ulamas of Bangladesh. Help spread Islam by subscribing to the channel.
এই চ্যানেলে আপনারা ইসলামিক ভিডিও, ওয়াজ মাহফিল, ইসলামিক সংগীত, ইসলামিক আলোচনা তাফসিরুল কোরআন মাহফিল পাবেন। নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেল কে সাবক্রাইব করুন। ভিডিও ভাল লাগলে ও বাংলাদেশের সকল হক্কানি ওলামায়ে কেরামদের বাংলা ওয়াজ মাহফিল ও তাফসিরুল কোরআন শুনতে আমাদের চ্যানেল কে সাবস্ক্রাইব করুন। চ্যানেলটি স্বাবস্ক্রাইব করে ইসলাম প্রচারে সহয়োগিতা করুন।
#betarbitanislamimedia,
#banglawaz,
#banglaislamicwaz,
#wazmahfilbangla,
#banglaislamicwazmahfil,
Like, Comment, Share & Subscribe.
Thank You.
Информация по комментариям в разработке