বাংলাদেশে যে কয়টি পিকনিক স্পট রয়েছে সেগুলোর মধ্যে নাহার গার্ডেন পিকনিক স্পট অন্যতম।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা গ্রামে গড়ে তোলা হয়েছে নাহার গার্ডেন পিকনিক স্পট । ধলেশ্বরী নদীর কোল ঘেষে কোলাহল মুক্ত শান্ত গ্রামীন পরিবেশে সবুজের সমারোহ কিছুটা সময় কাটাতে নাহার গার্ডেন পিকনিক স্পট একটি আদর্শ জায়গা।
পিকনিক স্পটের ঠিকানা: গ্রাম-কামতা, থানা-সাটুরিয়া, মানিকগঞ্জ।
যেভাবে যাবেন : ঢাকা মানিকগঞ্জ মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড থেকে ডানেদিকে প্রায় দুই কিলোমিটার সাটুরিয়ার দিকে কামতা গ্রামে নাহার গার্ডেনের অবস্থান।
ঢাকা অফিস: হাতিরপুলের সোনারগাঁও রোডে অবস্থিত ইস্টার্ন প্লাজা মার্কেটের বিপরীতের নাহার প্লাজায় ১৪ তলায় নাহার গার্ডেনের বুকিং অফিস।
কি কি দেখতে পারবেন :
নাহার গার্ডেনে রয়েছে বিভিন্ন রকম পাখির আবাস।
এদের মধ্যে উল্লেখযোগ্য টিয়া পাখি,ঘুঘু পাখি , বাজরাঙ্গা, লাভ বার্ড, ফিনস, ককেটেল, গেরে প্যারেট, মেকাউ ইত্যাদি। এছাড়াও আরো আছে বানর, উট, হরিণ, ইমু পাখি ও ময়ূর। আর শিশুদের বিনোদনের জন্য রয়েছে একটি শিশু পার্ক। এছাড়াও রয়েছে সুবিশাল পুকুর, পাহাড় আরো অনেক কিছু।
এই পিকনিক স্পটের আলাদা আলাদা ৭টি স্পট রয়েছে। স্পটগুলোর নাম-
১। বোকেন ভিলা, ২। টাইটানিক ভ্যালি, ৩। ভি,আই,পি বাংলা, ৪। পালকি কটেজ, ৫। ফোয়ারা কটেজ, ৬। পার্ক কটেজ, ৭। গার্ডেন কটেজ।
এই পিকনিক স্পটে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা চার্জ দিতে হয়।
সতর্কতা :
যেকোন প্রকার অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ে পিকনিক স্পটে প্রবেশ সম্পূর্ন আইনত দন্ডীয়।
পিকনিক স্পটের ফুল ও ফল ছেড়া বা কোন প্রকার ক্ষতি করা যাবে না।
My chanel link :
https://youtube.com/@TravelTigerShaki...
#nahargarden #nahargardenmanikgonj #park #parktour #নাহারগার্ডেন #নাহারগার্ডেনমানিকগঞ্জ #nahargardentour nahar garden manikganj, nahar garden picnic spot, manikganj nahar garden, Nahar ggarden, resort nahar garden, nahar garden picnic spot manikganj, manikgonj nahar garden, nahar garden manikganj picnic spot, nahar garden picnic spots manikganj, nahar garden manikganj 2022, মানিকগঞ্জ নাহার গার্ডেন, nahar garden manikganj tour, Travel Tiger Shakil, Travel Tiger, Travel vlog, Travel Vlogger, Vlogger, Personal Vlog, Family Vlog, Sea Beach Vlogs, Popular Place Vlogs, travel vlog bangladesh, bangla vlog video, Travel_Time, travel vlog bd, bangla vlog, #ট্রাভেল_টাইগার_শাকিল, #ট্রাভেল_টাইগার , #ট্রাভেলার _শাকিল, Traveler shakil, Travel With Shakil, Shakil The Traveler, Shakil Tours & Travels, Travel with shakeel,
Информация по комментариям в разработке