কোন সৃষ্টিকর্তা আছেন কি ! is there any God ! গুরুজী সুফি তৌসিফ হোসাইন

Описание к видео কোন সৃষ্টিকর্তা আছেন কি ! is there any God ! গুরুজী সুফি তৌসিফ হোসাইন

#ঈশ্বরআছেনকি_
#সৃষ্টিকর্তা_
#isthereanyGod_

ঈশ্বর বা সৃষ্টিকর্তা বলে কেউ আছেন কি!
নাস্তিকদের বিশ্বাস ঈশ্বর বা সৃষ্টিকর্তা নেই। আস্তিকদের বিশ্বাস ঈশ্বর বা সৃষ্টিকর্তা আছেন। কিন্তু সুফিগণ বলেন ঈশ্বর বা গড বা আল্লাহ বা পরমাত্মা আছেন, তবে কোন সৃষ্টিকর্তা নেই। সুফিগণ ওহদাতুল ওজুদ বা অদ্বৈত সত্তায় বিশ্বাস করেন। অর্থাৎ সমগ্র মহাজগৎ, মহাশূন্য, যা আছে, যা নেই, যা জানি, যা জানিনা, যা জানবো না, এই সমস্ত কিছু একটি অখণ্ড সত্তা বা অস্তিত্ব। এই সত্তার নামই ঈশ্বর, গড, পরমাত্মা বা আল্লাহ। তাঁকে কেউ সৃষ্টি করেনি। তিনি অনাদি, অনন্ত। আর তিনিও কিছুই সৃষ্টি করেননি। অর্থাৎ আমরা যাকে সৃষ্টি বলি, বা যা কিছু দেখি, তা সবই ঈশ্বরের সত্তার বা অস্তিত্বের বিকশিত বা রূপান্তরিত রূপ মাত্র। সুতরাং তাঁকেও কেউ সৃষ্টি করেনি, তিনিও কিছুই সৃষ্টি করেননি। সুতরাং ঈশ্বর আছেন, কিন্তু কোন সৃষ্টিকর্তা নেই।


গুরুজীর সঙ্গে যোগাযোগ: 01319530285

Комментарии

Информация по комментариям в разработке