নতুন কথা,নতুন সুরে,নতুন দুটি ভজন গান//new bhajan song Vishwakarma special bhajan//JayantaDubekirtan
#krisnakatha
#jayantadubeykirtan
#pravati_kirtan
#gopikirtan
#পদাবলী
#kirtanbangla
#newbhajan
#dasabatar
#chandidas
#live
-----------------------------------------------------------------------------------------------
কথা ও সুর জয়ন্ত দুবে
তবলা হরি শংকর দুবে
করতাল মনি শংকর দুবে
----------------------------------------------------------------------------------------------
আমার নিতাই চান্দের মহিমা ,
তোরা জেনেও কেন জানলি না,
বড়ো দয়াল নিত্যানন্দ তার অপার করুণা।।
আমার নিতাই চাঁদের মহিমা।,,,,
যার নাম ভজলে পাবি, শচীর নন্দন ।
যার স্মরণে শীতল হবে তোর মন প্রাণ ।
একবার বাহু তুলে, নিতাই বলে ,কেঁদে দেখ না মন।
সব জ্বালা তোর দূরে যাবে, মায়ারই বন্ধন।
আমার নিতাই চাঁদে মহিমা।,,,,,
এমন দয়াল নিতাই চাঁদেরে, স্মরণ নিলিনা ।
মার খেয়ে যে নাম বিলাই, এমনি মহিমা ।।
যাচি যাচি নাচি নাচি করি কোল দান ।
পাপীর পাপ তাপ নেয় হরিয়া, করে পরিত্রাণ ।।
আমার নিতাই চাঁদের মহিমা।,,,,,,
নামের কাঙ্গাল নিত্যানন্দ, শ্রী গৌরাঙ্গের প্রাণ ।
বললে হরি উজাড় করে, দেয় প্রেম ধন ।।
নামের বন্যায় ভাসাল জীব নিত্যানন্দ ধাম ।
জয়ন্ত কয় বাহু তুলে গাওরে কৃষ্ণ নাম ।।
আমার নিতাই চাঁদের মহিমা
------------------------------------+++++++----------------------------------------
দয়াল, তোমার দেওয়া সাজানো ঘর
যতন করলাম না রে,,,,
ময়লা জমে কালি হল , পরিষ্কার করি কিসে,,,,।।
তোমার দেওয়া সাজানো ঘর যতন করলাম না রে,,,
সাবান দিলে দেহের ময়লা, সবই চলে যায়।
অন্তর ময়লা যায়না ধোয়া, কি করি উপায় ।।
এখন ভাড়াবাড়ি ভগ্ন হলো, ঘুরি মেরামতের ত্বরে।।
ময়লা জমে কালি হল পরিষ্কার করে কিসে,,,,,,,,
হাত দিয়েছো তোমার সেবায়, বদন দিলে নাম গানে।
চক্ষু দিলে হরি দর্শন ,কর্ণ নাম শ্রবণে ।।
এসব কিছু করব ভেবে ,কিছুই হলো না রে।
তোমার দেওয়া সাজানো ঘর,,,,,,,,
ভাড়ার বাড়ি বসত করি, সবই হল বাকি,
সুদে মূলে হলো দ্বিগুণ, এখন 'কেমনে শোধ করি।।
কানা কড়ি নেই তো কিছুই, কেমনে যাব পারে ।।
বসতবাড়ি ময়লা হল যতন করলাম নারে,,,,
জয়ন্ত কয় বৃথা সময় গেল ভজন হল নারে,,,
Информация по комментариям в разработке