karaknews is a online News portal of Bangladesh. This YouTube Channel is karak news.com Authorized YouTube Channel.
Follow Us
-----------------
Facebook : / karaknews365
Twitter : / karaknewsbd
Website : https://karaknews.com/
প্রায় দুই যুগ ধরে বন্ধ রয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের একমাত্র রাষ্ট্রয়াত্ত সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান টাঙ্গাইল কটন মিলস।
এতে মিলের স্থাপিত কয়েক শত কোটি টাকার সুতা তৈরীর মূল্যবান সব মেশিন ও যন্ত্রপাতি, ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে ।
টাঙ্গাইল কটন মিলস সুত্রে জানা গেছে, গোড়াই শিল্পাঞ্চলে একমাত্র রাষ্ট্রয়াত্ব প্রথম সুতা উৎপাদনের এই প্রতিষ্ঠানটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। সেই সময় ২৬ একরের ও বেশি জায়গা নিয়ে চালু হয় প্রতিষ্ঠানটির এক নম্বর ইউনিট ।
পরবর্তীতে প্রতিষ্ঠানটির সুতার মান ও উৎপাদন ভাল হওয়ায় ১৯৭৮ সালে দুই নম্বর ইউনিট চালু করা হয়।
এই প্রতিষ্ঠানটিতে হাই কোয়ালিটির ৮০, ৬০, ৭০ ও ৪০ কাউন্টের সুতা উৎপাদন হতো। উন্নত মানের সুতা উৎপাদন হওয়ায় দেশে-বিদেশে তা রপ্তানি করা হতো।
প্রতিষ্ঠানের দুই ইউনিট মিলে অত্র এলাকার ৩ থেকে ৪ হাজার শ্রমিক-কর্মচারী কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিল।
কিন্তু হঠাৎ করেই ১৯৯৮ সালে লোকসান এর কারনে প্রতিষ্ঠানটির দুই নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। বেকার হয়ে পড়ে প্রায় দুই হাজার শ্রমিক-কর্মচরী।
মিলের সাবেক কর্মচারী বাবুল সিকদার (৪৫), আব্দুর রশিদ (৫০) ও রহমান সুবাদর (৫৬) অভিযোগ করেন, টাঙ্গাইল কটন মিলের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী এবং সিবিএ নেতাদের অব্যবস্থাপনা, অনিয়ম দুর্নীতি ও সিন্ডিকেটের কারণে ঋণের ভারে জর্জরিত হয়ে ৮৫-৯০ দশকে মিলটি লোকসানের মুখে পড়ে।
এরপর এক নম্বর ইউনিটটি চালু রেখে প্রতিষ্ঠানটি ঘুড়ে দাড়ানোর চেষ্টা করে, কিন্তু অনবরত লোকসানের কারণে ২০০৮ সালে সেটিও বন্ধ হয়ে যায়।
দুই টি ইউনিটই পুরোপুরি বন্ধ হওয়ায় ৩ থেকে ৪ হাজার শ্রমিক কর্মচারী কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছেন।
মিলটিকে ঘিরে এখানে গড়ে ওঠে একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, ডাকঘর, পল্লী বিদ্যুৎ সাব স্টেশনসহ বিভিন্ন স্থাপনা। মিলটি বন্ধ হওয়ায় এসব প্রতিষ্ঠানও এখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সেই সঙ্গে নতুন করে বেকারের সংখ্যা বাড়তে শুরু করেছে।
বর্তমানে মিলটি দেখাশুনার জন্য একজন প্রধান নির্বাহীর নেতৃত্বে দৈনিক বেতন ভুক্ত ২৩ জন কর্মচারী কাজ করে যাচ্ছেন।
বিশাল এলাকা নিয়ে গঠিত টাঙ্গাইল কটন মিলের কয়েক শত কোটি টাকার মূল্যবান অনেক যন্ত্রপাতি ও মেশিনারিজ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে।
প্রতিষ্ঠানের সবগুলো ভবনই ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে, এছাড়া মিলের বেশ কিছু সম্পত্তি প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে টাঙ্গাইল কটন মিলের প্রধান নির্বাহী মো. রবিউল করিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশনের প্রথম সুতা উৎপাদন প্রতিষ্ঠান ছিল টাঙ্গাইল কটন মিল। ঐ সময়ে লোকসানের কারণে মিলটি বন্ধ থাকায় এলাকায় বেকার শ্রমিকের সংখ্যা বেড়ে গেছে। বর্তমান সরকার দেশে বন্ধ মিল চালু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। টাঙ্গাইল কটন মিলটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিএম) মাধ্যমে পুনরায় চালুর উদ্যোগ প্রায় শেষ পর্যায়ে। আসা করা হচ্ছে অল্প কিছু দিনের মধ্যে মিলটি পুনরায় চালু হবে।
Keyword:
=========
দুই যুগ ধরে বন্ধ টাঙ্গাইল কটন মিলস,ফের চালু হবে টাঙ্গাইল কটন মিল,টাঙ্গাইল কটন মিল চালুর সিদ্ধান্ত,চালু হচ্ছে টাঙ্গাইল কটন মিল,টাঙ্গাইল কটন মিলস,Tangail Cotton Mills,বাংলাদেশ টেক্সটাইল মিলস্ করপোরেশন,বস্ত্র ও পাট মন্ত্রণালয়,বস্ত্র অধিদপ্তর,হুমকির মুখে টেক্সটাইল স্পিনিং সেক্টর,টেক্সটাইল,সুতা তৈরির মেশিন,সুতার কারখানা,মির্জাপুর খবর,টাংগাইল জেলা মির্জাপুর,টাংগাইল,tangail cotton mills,cotton mills in india,Tangail News,Tangail,201 gombuj masjid tangail 2019
Disclaimer:
=========
This channel may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use”
Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
#দুই_যুগ_ধরে_বন্ধ #Tangail_cotton_mills #karaknews
Информация по комментариям в разработке