বেগুন সাধারনত একটি শীতকালিন সবজি, তবে সারা বছর এ চাষ করা যায়। বেগুন বাংলাদেশে অতি পরিচিত একটি সবজি। টবেও এটি ভাল ফলন হয়ে থাকে। আসুন জেনে নিই কিভাবে টবে বেগুন চারা রোপন করব।
চারা সংগ্রহ
নার্সারি থেকে সুন্দর ও বলিষ্ঠ বেগুন চারা এবং একটি ১০-১২ ইঞ্চির টব সংগ্রহ করুন।
মাটি প্রস্তুতকরণ
টবে বেগুন রোপনের জন্য ২ ভাগ দোয়াশ মাটি, ১ ভাগ কোকোপেট বা গাছের গুড়া এবং ১ ভাগ জৈব সার ভাল করে মিশিয়ে নিন। এখন আপনার পছন্দের বেগুন গাছটি টবে রোপন করে ভরপুর পানি দিয়ে দিন।
অন্যন্য পরিচর্যা
বেগুন গাছ রোদ পছন্দ করে তাই এটিকে রোদে রাখতে হবে, তবে হালকা রোদেও এটি হয়। পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে অবশ্যই টবের মাটি শুকিয়ে যাবার আগেই টবে পানি দিতে হবে। চারা রোপনের ১ সপ্তাহ পরে ১ চামচ ইউরিয়া, ১ চামচ ফসফেট,১ চামচ পটাশ এবং আধা চামচ ম্যাগনেসিয়াম সালফেট একসাথে মিশিয়ে আড়াই চামচ করে প্রত্যেক ২০ দিন পর পর প্রয়োগ করতে হবে। এভাবে করলে বেগুন গাছ প্রায় ২ বছর গাছটি ফল দিতে থাকবে।
রোগবালাই ব্যবস্থাপনা
বেগুনে গাছে রোগ-পোকার আক্রমন বেশি তাই সতর্কতা অবলম্বন করতে হয়। বেগুনের সবচেয়ে ক্ষতিকর পোকা হল ডগা ও ফল ঝিদ্রকারি পোকা। এসব রোগ-পোকার আক্রমন থেকে রক্ষা পেতে হলে প্রতি মাসে বেগুন গাছে ভাল কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে।
কিভাবে বেগুন চাষ করবেন, বেগুন চাষের নিয়ম, বেগুন চাষ পদ্ধতি, বাড়িতে সহজে বেগুন চাষ, বেগুন চাষ, বড় বেগুন, বেগুনের সার ব্যবস্থাপনা, সেরা জাতের বেগুন, বেগুন গাছের রোগ ও প্রতিকার, বেগুন গাছের বৈশিষ্ট্য, বেগুনের বারমাসি জাত, বেগুন গাছের ফুল ঝরে যাওয়ার কারণ, হাইব্রিড বেগুনের জাত, জলদি জাতের বেগুন চাষ পদ্ধতি, টবে বেগুন চাষ, তাল বেগুন চাষ পদ্ধতি, আধুনিক বেগুন চাষ, বার্সায় বেগুন চাষ, begun cash, begun cash poddoti, মাকরা বেগুন চাষ, হাইব্রিড বেগুন চাষ, বারোমাসি বেগুন, lau চাশ
বিটি বেগুন চাষ পদ্ধতি, হাইব্রিড বেগুনের জাত, উন্নত বেগুন চাষ, মরিচ চাষ, ঢেঁড়স চাষ পদ্ধতি, বেগুন চাষের আধুনিক পদ্ধতি, শসা চাষ, ঢেঁড়স চাষ, কচুর লতি চাষ, মিষ্টি কুমড়া চাষ, মসলা ফসল চাষ পদ্ধতি, পটল চাষবেগুন চাষ পদ্ধতি, আধুনিক বেগুন চাষ, বার্সায় বেগুন চাষ, বর্ষা ও শীতে বেগুন চাষ, চাষ, বেগুন চাষের নিয়ম, আধুনিক পদ্ধতিতে বেগুন চাষ, brinjal farming, farming, farming brinjal, begun chas, begun, farming in india, আধুনিক চাষ, লাভজনক সবজি চাষ, চাষের নিয়ম, বেগুন চাষ, আমার সবুজ বাংলা, সাদা বেগুন চাষ, সাদা বেগুন, মাকরা বেগুন, মাকরা বেগুন চাষ, সাদা বেগুন রোপন, বেগুন লাগানো, বেগুন সবজি, বেগুন গাছ, শীতে বেগুন চাষ, বারোমাসি বেগুন, বাংলার বেগুন চাষ, হাইব্রিড বেগুন চাষবেগুন চাষ পদ্ধতি, আধুনিক বেগুন চাষ, বার্সায় বেগুন চাষ, বর্ষা ও শীতে বেগুন চাষ, চাষ, বেগুন চাষের নিয়ম, আধুনিক পদ্ধতিতে বেগুন চাষ, brinjal farming, farming, farming brinjal, begun chas, begun, farming in india, আধুনিক চাষ, লাভজনক সবজি চাষ, চাষের নিয়ম, বেগুন চাষ, সাদা বেগুন চাষ, সাদা বেগুন, মাকরা বেগুন, মাকরা বেগুন চাষ, সাদা বেগুন রোপন, বেগুন লাগানো, বেগুন সবজি, বেগুন গাছ, শীতে বেগুন চাষ, বারোমাসি বেগুন, বাংলার বেগুন চাষ, হাইব্রিড বেগুন চাষ
Информация по комментариям в разработке