চিংড়ি শুটকি দিয়ে পুইশাক রেসিপি | চিংড়ি শুটকি দিয়ে পুইশাক আলু রেসিপি | chingri shutki diye pui shak

Описание к видео চিংড়ি শুটকি দিয়ে পুইশাক রেসিপি | চিংড়ি শুটকি দিয়ে পুইশাক আলু রেসিপি | chingri shutki diye pui shak

চিংড়ি শুটকি দিয়ে পুইশাক রেসিপি | চিংড়ি শুটকি দিয়ে পুইশাক আলু রেসিপি | chingri shutki diye pui shak recipe

গরম ভাতের সঙ্গে পুঁই চিংড়ি হলে জমে যায় বেশ। পুঁই শাক যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকরও। রান্নার সঠিক প্রক্রিয়া না জানার কারণে অনেকের রান্না সুস্বাদু হয় নয়। কিন্তু এটি রান্না করা বেশ সহজ। অল্প সময়েই রান্না করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক পুঁই চিংড়ি রান্নার রেসিপি-

উপকরণ: পুঁই শাক আধা কেজি, কাঁচা মরিচ দুই থেকে তিনটি, পেঁয়াজ একটি, হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, চিংড়ি ২০ থেকে ২৫টি, লবণ স্বাদ মতো।


প্রণালী: পুঁই শাক ভালো করে ধুয়ে কেটে নিন। চিংড়ির সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে তেলে হালকা করে ভেজে নিন। এরপর একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি নিন। এবার তাতে দিন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও লবণ। একটু নেড়েচেড়ে পুঁই শাক দিয়ে দিন। সামান্য পানি দিয়ে ঢেকে দিন। কয়েক মিনিট পরেই পুঁই শাক সেদ্ধ হয়ে আসবে। এবার তাতে ভেজে রাখা চিংড়ি ও কাঁচা মরিচ দিয়ে দিন। আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিন।

#chingri_shutki
#চিংড়ি_শুটকি_দিয়ে_পুইশাক

Комментарии

Информация по комментариям в разработке