নতুন সরকার কি ভাতার টাকা বাড়বে? ভাতার টাকা কবে দিবে।

Описание к видео নতুন সরকার কি ভাতার টাকা বাড়বে? ভাতার টাকা কবে দিবে।

নতুন সরকার কি ভাতার টাকা বাড়বে? ভাতার টাকা কবে দিবে।

ভাতা হচ্ছে একটি কর্মসূচি যা দেশের বয়োজ্যেষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম অথবা উপার্জনে অক্ষম বয়স্ক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা বিধানে ও পরিবার ও সমাজে মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৭-৯৮ অর্থ বছরে প্রবর্তন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদফতর এই কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।

(1)ভাতা দেওয়ার মূল লক্ষ হলো

*পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি ।
আর্থিক অনুদানের মাধ্যমে তাদের মনোবল জোরদারকরণ ।
চিকিৎসা ও পুষ্টি সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করা।

(2) কারা কারা এইসকল ভাতা পেয়ে থাকেন?

সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে ।
জন্ম নিবন্ধন/জাতীয় পরিচিতি নম্বর থাকতে হবে ।
বয়স পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৬৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে সর্বনিম্ন ৬২ বছর হতে হবে। সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত বয়স বিবেচনায় নিতে হবে।
প্রার্থীর বার্ষিক গড় আয় অনূর্ধ্ব ১০,০০০ (দশ হাজার) টাকা হতে হবে ।
বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে

(3) কারা কোনো ভাতার পাবেন না বা পান না {ভাতা প্রাপ্তির অযোগ্যতা} ?

(*) সরকারি কর্মচারী পেনশনভোগী হলে ।
(*) দুঃস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী হলে ।
(*) অন্য কোনোভাবে নিয়মিত সরকারী অনুদান/ভাতা প্রাপ্ত হলে ।
(*) কোনো বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান/ভাতা প্রাপ্ত হলে।

নিয়মিত নতুন নতুন খবর পেতে আমার এই চ্যানেলটি সাবসক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।

Комментарии

Информация по комментариям в разработке