ভারতে কেন ভুটানের নিরাপত্তা দেখে ?| আদ্যোপান্ত | Why Bhutan is special to India

Описание к видео ভারতে কেন ভুটানের নিরাপত্তা দেখে ?| আদ্যোপান্ত | Why Bhutan is special to India

ভারত কেন যে কোনো উপায়ে ভুটানকে হাতে রাখতে চায় ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

১৯৫৯ সালে নেহেরু লোকসভায় বলেছিলেন, "ভুটানের উপর আক্রমণ মানে ভারতের উপর আক্রমণ।" তিনি আরো বলেন, "এখন থেকে ভুটানের আঞ্চলিক নিরাপত্তা ও সীমান্ত রক্ষার দায়িত্ব ভারত সরকারের।" এখন প্রতিবেশী দেশ হিসেবে ভারত সবসময়ই ভুটানের সাথে একধরনের বিশেষ সম্পর্ক বজায় রেখে এসেছে।
কিন্তু যখন একটি দেশের প্রধান অন্য একটি দেশের নিরাপত্তা নিয়ে ঠিক এধরনের শক্তিশালী একটি বক্তব্য দেন তখন দুইদেশের মধ্যকার কূটনৈতিক ও ভুরাজনৈতিক সম্পর্ক নিয়ে অবশ্যই আপনাকে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে হবে।

প্রথমত আপনি কি জানেন ভারত এবং ভুটানের মধ্যে বিদ্যমান সম্পর্কটি আসলে ঠিক কেমন? এটি কি শুধুই পারস্পরিক সহযোগিতার নাকি এই সহযোগিতার পিছনে রয়েছে এর থেকেও বেশি কিছু?

আপনার মনে কি প্রশ্ন জাগছে না যে কেনইবা ভারত মনে করে ভুটানের
স্বার্বভৌমত্বে হাত দেওয়া মানে ভারতের সার্বভৌমত্বে আঘাত করা। তাহলে ভারত ও ভুটান কি একই শক্তি দ্বারা পরিচালিত দুইটি রাষ্ট্র?

দ্বিতীয়ত আমি যদি আপনাকে প্রশ্ন করি ভুটান ভারতের উপর ঠিক কতটুকু নির্ভরশীল? আর কেনইবা ভুটানকে ভারতের উপর নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে? কি হবে যদি ভারত ভুটানের উপর থেকে সহযোগিতার হাত সরিয়ে দেয় অথবা যদি ভুটান ভারতের সাথে সম্পর্ক চ্ছিন্ন করে তবে কেমন প্রভাব পড়বে বৈশ্বিক রাজনীতিতে?

সর্বোপরি ১৯৫৯ সালে নেহেরুর দেওয়া বক্তব্যটি আজ ২০২৪ এ এসেও কি একি রয়েছে নাকি দুদেশের সম্পর্কে এসেছে বেশ কিছু পরিবর্তন। ভুটান নিয়ে ভারতের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আবার ভারত ভুটানের যে বিশেষ সম্পর্কের কথা বলা হচ্ছে এই বিষয়ে বর্তমান ভুটান কি ভাবছে?

▶ Follow Me on Facebook:
  / damahbub  
▶ Follow Me on Instagram:
  / da.mahbub  

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке