নিজের সম্পর্কে কিছু বলুন | চাকরির ইন্টারভিউ প্রশ্নোত্তর প্রস্তুতি। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক

Описание к видео নিজের সম্পর্কে কিছু বলুন | চাকরির ইন্টারভিউ প্রশ্নোত্তর প্রস্তুতি। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক

"নিজের সম্পর্কে কিছু বলুন (Tell us something about yourself in Bangla)" - ইন্টারভিউতে এই প্রশ্নটি হরহামেশই করা হয়ে থাকে। নিজের সম্পর্কে কিছু বলুন প্রশ্নটি বাংলা বা ইংরেজিতে করা হতে পারে। নিজের কোন দিকগুলো নিয়ে আমাদের বলা উচিৎ? খুব ব্যাক্তিগত কিছু, নাকি চাকরি সম্পর্কিত কিছু?

উত্তর দিয়েছেন গুরুকুল প্রমুখ সুফি ফারুক ইবনে আবুবকর (Sufi Faruq Ibne Abubakar)।

শিক্ষাজীবন শেষ করেই, যে জিনিসটির জন্য আমরা সবাই মরিয়া হয়ে উঠি, সেটি হচ্ছে একটি উপযুক্ত কাজ বা চাকরি। মনে হয় চাকরিটি গত কাল দরকার ছিল। কিন্তু আমরা অনেকেই অনুধাবন করি না যে, উপযুক্ত চাকরি পাবার জন্য সকল যোগ্যতার পাশাপাশি, ভালো জব ইন্টার্ভিউ (Job Interview) বা চাকরির সাক্ষাৎকার দিতে পারাটা অত্যন্ত জরুরী। সকল যোগ্যতা থাকার পরেও, ইন্টার্ভিউ সঠিক প্রশ্নের সময়মত সঠিক জবাব না দিতে পারার কারণে, অনেক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। অর্থাৎ এই প্রতিযোগিতা পূর্ণ চাকরির বাজারে, চাকরি পাবার অন্যতম পূর্বশর্ত হল একটি সফল ইন্টার্ভিউ। আপনি যত স্মার্ট আর সুযোগ্য প্রার্থীই হন না কেন, চাকরির ইন্টার্ভিউতে যেতে হলে আপনাকে আলাদা করে প্রস্তুতি নিতেই হবে। কারণ এটি এমন একটি জায়গা, যেখানে ভুল করলে দ্বিতীয় সুযোগ পাওয়া অত্যন্ত কঠিন।

যদি ভাবেন চাকরির সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নেয়ার কী আছে, তাহলে ভুল ভাবছেন। অন্যান্য সব যোগ্যতা অর্জনের মতো, চাকরির ইন্টারভিউ দেয়ার জন্যে অনেক রকম প্রস্তুতি নিতে হয়, বুদ্ধিমত্তার সাথে পরিশ্রম করে নিজেকে তৈরি করতে হয়। সেটা না করলে চাকরির বাজারে নিজের যোগ্যতা প্রমাণ করা যায় না এবং সঠিক চাকরিটিও পাওয়া যায় না। ইন্টারভিউ বিষয়টি শুনতে যতটা সহজ, সেটি বাস্তবে সফলভাবে সম্পন্ন করা ততটাই কঠিন। তাই গুরুত্ব বোঝার পর থেকেই আমাদেরকে নিজেদেরকে চাকরির ইন্টার্ভিউ এর জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করতে হবে। আর সেই কাজে আপনাদের সহায়তা করার জন্য আমাদের গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক এর এই বিশেষ সিরিজ।

Our Disclaimers and Social Network Links:
A Gurukul Online Learning Network Production. © 2019 Gurukul Online Learning. All Rights Reserved.
Don't re-upload, re-distribute, or re-production Gurukul Online Learning's content to avoid copyright strikes.
➤ Facebook :   / gurukulonlinelearningnetwork  
➤ Web: http://gurukul.edu.bd
➤ Linkedin:   / golnofficial  
➤ Twitter:   / golnofficial  
#GurukulOnlineLearningNetwork #CareerGuide #JobInterviewTips

Комментарии

Информация по комментариям в разработке