সাগরে ফের ঘূর্ণাবর্ত, ঘূর্ণিঝড় নিয়ে বড়সড় আপডেট | Weather Update
আবহাওয়ার খবর স্বাগতম বন্ধু, আশাকরি ভাল আছেন। আমাদের পরিবারের সঙ্গে বন্ধুর যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে নিন এখনই। জেনে নিন আজকের আবহাওয়ার খবর, কি বলছে হাওয়া অফিস। 🔴Live: এই সপ্তাহের গুরুত্তপূর্ণ আবহাওয়ার আপডেট গোটা ভারত ও বাংলাদেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। বাংলায় পশ্চিমের দিকের জেলা গুলির পাশাপাশি বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া শুরু হয়েছে ও রাতে হালকা ঠান্ডা অনুভূতি হচ্ছে, আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় তেজ ( Cyclone Tej ) ইয়েমেন ও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন ( Cyclone hamoon ) বাংলাদেশের উপকূলে আছড়ে পড়েছিল, ফের আরো একবার ঘূর্ণিঝড় মিধীলি (Cyclone Midhili) আছড়ে পড়লো বাংলাদেশে, তবে এবার বিদের মুখে নেই বাংলাদেশ, তবে বৃষ্টি হবে এর প্রভাবে, কিছুটা বৃষ্টি ত্রিপুরা হয়ে দক্ষিণ আসাম পর্যন্ত প্রভাব হবে এমন সম্ভাবনা। ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung) দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল আর এটা আরো শক্তি বাড়িয়ে ৯০-১০০ কিমি ঘণ্টায় গতি সঙ্গে বায়ুর ঝাপটা ১১০ কিমি প্রতি ঘণ্টায় নিয়ে দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলে আছড়ে পড়েছে বলে ইতিমধ্যে জানানো হয়েছে ভারতীয় মৌষণ ভবন বা IMD এবং আলিপুর আবহাওয়া দপ্তরের এর তরফ থেকে। তামিলনাড়ু অন্ধ্র প্রদেশ তেলেঙ্গানা উড়িষ্যা পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি ভালই হল। তবে বিশাল ঝড় বৃষ্টি হলো তামিলনাড়ু ও অন্ধ্র প্রদেশে, প্রবল বৃষ্টির লাল সতর্কতা অন্ধ্র উপকূলে দিয়েছিল IMD, এরপর যে ঘূর্ণিঝড় আসবে তার নাম হবে রিমাল যেটির নাম দিয়েছে ওমান। এদিকে IMD ও আলিপুর ও বিভিন্ন আবহাওয়ার মডেল জানিয়েছিল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া মিচাং বা মিছাউং বা মিগজাউম স্থলভাগে প্রবেশ করার পর শক্তি ক্ষয় করতে করতে এগোবে, ঠিক সেটাই হল আর গোটা বাংলায় নিম্নচাপ আকারে প্রচন্ড লাগাদার বৃষ্টি ঘটিয়ে চাষের ক্ষতি করেছে। বিরাট সমস্যায় এখন বাংলার ধান থেকে আলু সবজি চাষ, তবে আবহাওয়া পরিস্থিতি বদল হচ্ছে ধীরে ধীরে, ঠান্ডা ও কুয়াশা দেখা যাবে। তাই এইমহূর্তে বড় আতঙ্ক বা ভয় নেই এখনই বাংলার চাষীদের নতুন করে আবহাওয়া নিয়ে, তবে উত্তরবঙ্গে দার্জিলিং সাইডে মেঘলা ও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে, তবে নতুন করে সতর্কতা ইতিমধ্যে আর দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর। এখন রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে তবে সময় এগোবে আর পারদ কমবে, বর্তমানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা, আকাশ আংশিক পাতলা মেঘলা হতে পারে এদিক ওদিক কিছু এলাকায় তবে বৃষ্টি হবে না, আজ মূলত রোদ ও শুকনো থাকবে তবে কোনো এলাকায় হালকা মাঝারী কুয়াশা থাকতে পারে পশ্চিমবঙ্গ বিহার বাংলাদেশে, ত্রিপুরায় আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এলাকায় কুয়াশার সম্ভাবনা আছে, তবে এখন বৃষ্টির সম্ভাবনা নেই সেভাবে, তাপমাত্রা ২৩-২৫ ডিগ্রি এর মধ্যে থাকবে দিনে, শুকনো আবহাওয়ার পাশাপাশি রাতে ঠান্ডা ঠান্ডা অনুভূতি থাকবে জানিয়েছে আবহাওয়া দপ্তর, এরপর জাঁকিয়ে ঠান্ডা পড়বে মাসের মাঝে, আরো ৩° পর্যন্ত পারদ নামবে, নিয়মিত নজর রাখুন কিন্তু দক্ষিণবঙ্গে ভয়ানক বড় কোন সতর্কতা দেয়নি এখনও দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর ও ভারতীয় মৌসুম ভবন বা IMD। Bengal new update, Weather today দেখুন UPDATE FROM IMD ও আলিপুর আবহাওয়া দপ্তর। Weather update today west bengal 🔴👉 আবহাওয়া নরম থাকবে বিভিন্ন জেলায় বাংলার বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এ, দিনে খুব হালকা ঠান্ডা থাকবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায়, দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর তুলনা মূলক স্বাভাবিক তাপমাত্রা দিনে তবে রাতে ভালই কনকনে ঠান্ডা অনুভূতি হবে, গরম না থাকলেও দিনে খুবই হালকা তাপ অনুভূত হবে যেটা আরামদায়ক লাগবে তবে রাতে একপ্রকার জোরালো ঠান্ডা থাকবে পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া হুগলী কলকাতা হাওড়া উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ এলাকায় ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও একটু বেশি ঠান্ডা রাতে হতে পারে, রোজ দেখুন ও জানুন ajker abohar khabar. 👉 নিচের লিখনে নজর দিন:- NB: আপডেট এখনও পরিবর্তন হতে পারে, এটি কোনো ফাইনাল আপডেট নয়, এটি আজ ১২ ই ডিসেম্বর বুধবার ২০২৩ GFS ও ECMWF মডেল অনুযায়ী একটি সম্ভাবনা, আপনাদের অবগত ও সতর্ক (যদি কিছু থাকে) জন্য একটি প্রচেষ্টা মাত্র। আরো আপডেট আসবে সেগুলো নিয়মিত জেনে যাবেন। আপনি চ্যানেলের সঙ্গে থাকুন নজর রাখুন প্রয়জনে সাবস্ক্রাইব করে রাখুন। আর শেয়ার করে সতর্ক করুন যদি উপযুক্ত মনে করেন। আপডেট ভাল লাগলে একটি লাইক করে অনুপ্রাণিত করবেন। এছাড়া নিয়মিত দেখুন পশ্চিমবঙ্গ ও বিহার ঝাড়খণ্ড বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয়ের আবহাওয়ার খবর লাইভ। Copyright Disclaimer: Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use. ধন্যবাদ ❤️❤️❤️❤️❤️ ভাল থাকবেন ও ভাল রাখবেন। #khaborbangla #weather #নিম্নচাপ #cyclone #ঘূর্ণিঝড় #viral
Информация по комментариям в разработке