সাতকোশিয়া, টিকরপাড়া নেচার ক্যাম্প ২০২৩ । Satkosia, Tikarpada Eco Nature Camp. 2023.

Описание к видео সাতকোশিয়া, টিকরপাড়া নেচার ক্যাম্প ২০২৩ । Satkosia, Tikarpada Eco Nature Camp. 2023.

#সাতকোশিয়া
#টিকরপাড়া
#সাতকোশিয়া গর্জ ।
#নেচার ক্যাম্প।

এই মার্চে ঘুরে এলাম সাতকোশিয়া -র টিকরপাড়া নেচার ক্যাম্প । এটি সাতকোশিয়া টাইগার রিজার্ভ ফরেস্ট এর মধ্যে টিকরপাড়ায় মহানদীর তীরে অবস্থিত ।
প্রথম পর্বে আমি আমাদের টিকরপাড়া ভ্রমণের প্রথম দিনের ভিডিও দিলাম । টিকরপাড়ার নিকটবর্তী স্টেশন হল অঙ্গুল । এটি টিকরপাড়া থেকে 58 কিমি দুরত্বে অবস্থিত । আমরা খড়্গপুর থেকে শালিমার সম্বলপুর সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন ধরলাম রাত্রি 10:30 এ । ট্রেনটি সপ্তাহে একদিন চলে। পরদিন সকাল 4:35 এ পৌঁছানোর কথা থাকলেও, প্রায় সওয়া একঘন্টা লেটে 6 টা নাগাদ অঙ্গুল স্টেশন পৌঁছাল । অঙ্গুল স্টেশন থেকে আমাদের সম্পূর্ণ ট্যুরে ড্রাইভার এবং গাইড সুনীল সাউ দাদার তত্ত্বাবধানে আমাদের এই ভ্রমণ । স্টেশনে আমাদের গাড়ি অপেক্ষা করছিল । আমরা 6 জন ছিলাম তাই একটি বোলেরো গাড়ি আমাদের জন্য বরাদ্দ ছিল। গাড়িতে আমাদের তিন দিন দুই রাত্রির জন্য ভাড়া পড়েছিল 8600 টাকা লোকাল সাইট সিন সহ । আমরা স্টেশন থেকে বেরিয়ে সামান্য চা ও টা খেয়ে গাড়ি স্টার্ট করার পরেই আমরা আঙ্গুলের বিখ্যাত জগন্নাথ মন্দির দর্শন করলাম । এটি শৈল শ্রী ক্ষেত্র নামেও পরিচিত । পুরির শ্রী জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত এই বিশালাকার মন্দির । সকাল সকাল আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল । এরপর আমরা দরজঙ জলাধার দেখতে চললাম, এটি অঙ্গুল শহর থেকে সাত কিলোমিটার দূরে । এই ড্যামটি দেখে আমরা এগিয়ে চললাম হাই রোড ধরে । হাইরোডের ধারে আমারদা ব্রেকফাস্ট সেরে নিলাম । এরপর বেশ খানিকটা সুন্দর পাহাড়ি জঙ্গল পথ দিয়ে এগিয়ে সাতকোশিয়া টাইগার রিজার্ভ ফরেস্টের চেকপোষ্টে গিয়ে পৌঁছলাম । এখানে আমাদের পরিচয় পত্র সহ অন্যান্য কাগজপত্র পরীক্ষা করা হলো । এরপর আরও 27 কিমি রাস্তা জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে চললাম । অসাধারণ শোভনীয় দর্শনীয় এই জঙ্গলের মধ্যে দিয়ে টিকরপাড়ার দিকে চলেছি । টিকরপাড়ায় আমরা পৌছে গেলাম সকাল সাড়ে দশটায় । আমাদের চেক ইন টাইম ছিল দুপুর 12 টা । আমাদের দুই রাত্রির জন্য দুটি এসি টেন্ট বুকিং করা ছিল । দুটি টেন্টে একজন করে extra person সহ বুকিং খরচ পড়েছিল 12480 টাকা । যাইহোক টিকরপাড়া নেচার ক্যাম্প একেবারে মহানদীর তীরে অবস্থিত । আমরা আমাদের গাড়ি থেকে লাগেজ নামানোর আগেই চলে গেলাম মহানদীতে একটু পা ভিজিয়ে নিতে ও সাতকোশিয়া গর্জ দেখতে । বেশ খানিকটা সময় মহানদী তে কাটিয়ে আমরা চেক ইন এর কাজ সম্পন্ন করলাম এবং রুমে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চললাম ক্যাম্পের ডাইনিং এ। এখানে রুম ট্যারিফের সঙ্গে ফুডিং ধরা থাকে । লাঞ্চে এখানে ফিস মিল দেওয়া হয় । ও রাত্রে ডিনারে চিকেন দেওয়া হয় । এছাড়াও সকালে চা, বিস্কুট, খানিক বেলায় ব্রেক ফাস্ট আবার বিকেলে চা বিস্কুট দেওয়া হয় ।
আমরা লাঞ্চ করার পর রুমে অর্থাৎ টেন্টে খানিক বিশ্রাম করে নিলাম । বিকেল সাড়ে তিনটায় বেরিয়ে পড়লাম মহানদী অর্থাৎ সাতকোশিয়া গর্জে বোটিং করার উদ্দেশ্যে । এখানে একটি ঘড়িয়াল রিসার্চ ও কনজারভেশন সেন্টার আছে । তাই বেশ কিছু কুমির ও ঘড়িয়াল দেখে নিলাম। এর মধ্যেই আছে ফরেস্ট ডিপার্টমেন্ট বোটিং করার জেটি । জেটিতে আমরা ঠিক চারটায় পৌঁছে টিকিট করে নিলাম মাথা পিছু 200 টাকা করে । এবং সাতকোশিয়া গর্জে এক অসাধারণ অভিজ্ঞতা অর্জন করলাম নৌকাবিহারে । নদীতে তিনটি কুমির ও অসংখ্য কচ্ছপের দেখা পেলাম । এছাড়াও পাশের জঙ্গলে বানরের দল, নানা রঙিন পাখি দেখতে পেলাম আমরা । প্রায় দেড় ঘন্টার উপর বোটিং করার পর আমরা ফিরে চললাম ক্যাম্পে । সন্ধ্যেতে আমরা আশপাশ একটু ঘুরে নিলাম । তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়লাম।
পরের দিন সকাল 6 টায় আমরা ছোটকেই জঙ্গলে ট্রেকিং করব ।
আমাদের গাইড সুনীল সাউ এর কন্টাক্ট নম্বর 09438588478
09938543854 (WhatsApp)
সুনীলদার সাথে একবার ঘুরলে মনে হবে আবারো সুনীলদাকে চাই পরের ট্যুরে । অমায়িক ভদ্র ও পেশাদার গাইড ও ড্রাইভার ।
Satkosia Nature Camps booking link

https://www.ecotourodisha.com/

এই লিংকে অনেকগুলি নেচার ক্যাম্প বুকিং করা যায় এর মধ্যে সর্বাধিক জনপ্রিয় টিকরপাড়া ও বড়ামুল স্যান্ড রিসোর্ট । এছাড়াও ছোটকেই, পুরনাকোট, বাগামুন্ডা ও তাড়াভা নেচার ক্যাম্প এর বুকিংও করা যায় ।

Комментарии

Информация по комментариям в разработке