'Dujon Dujonar' from "Bengali Beauty" (Official Audio)

Описание к видео 'Dujon Dujonar' from "Bengali Beauty" (Official Audio)

'Dujon Dujonar' from the #BengaliBeauty Original Motion Picture Soundtrack.

🎧 Song Credits:
Vocalist: Tanvir Rossi
Music: Rusho Mahtab
Lyrics: Rahsaan Noor

ওগো কি হলো?
দুজন দুজনের পথ মিলে গেছে
বোলো কি হবে?
দুজন দুজনের পথ মিলে চলবে

ভয়ের কি আছে?
তারার মেলার নিচ্ছে
দুজন দুজনার হাত ধরে চলবে এক সাথে

হাত আমার ধরে রেখো
সাথে যতদিন থাকো
কথা কিছু বলতে থাকবো
কথা যতদিন থাকে
পাশে আমার থাকবে তুমি
রাত্রি যতক্ষণ রইলো

ওগো কি হলো?
দুজন দুজনের পথ মিলে গেছে
বোলো কি হবে?
দুজন দুজনের পথ মিলে চলবে

ভয়ের কি আছে?
তারার মেলার নিচ্ছে
দুজন দুজনার হাত ধরে চলবে এক সাথে

তোমার আমার কিছু হয়েছে
নাকি কিছু হয়ে নি?
আরো কিছু হয়ে যাবো তো
তুমি কি তা মান কি?
দেখো এই হৃদয় যেখানে
ভালোবাসা তুমি পাও কি?

ওগো কি হলো?
দুজন দুজনের পথ মিলে গেছে
বোলো কি হবে?
দুজন দুজনের পথ মিলে চলবে

ভয়ের কি আছে?
তারার মেলার নিচ্ছে
দুজন দুজনার হাত ধরে চলবে এক সাথে

Комментарии

Информация по комментариям в разработке