এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে ধানের শীষ কাটা লেদা পোকা দমন করতে হবে।

Описание к видео এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে ধানের শীষ কাটা লেদা পোকা দমন করতে হবে।

শীষ কাটা লেদা পোকা( Ear Cutting caterpillar):

বৈজ্ঞানিক নাম: Mythimna separata

পোকা চেনার উপায় : পূর্ণ বয়স্ক মথের পাখার বিস্তৃত ১ ইঞ্চি। পূর্ণ বয়স্ক মথ গাছের নিচে গুচ্ছাকারে ডিম পাড়ে। ডিম গুলি রেশমি লোম দ্বারা আবৃত।

জীবনচক্রঃ
এদের জীবনচক্রের ধাপ চারটি. যথা-
১) ডিম
২) শুককীট/লার্ভা/কীড়া
৩) মূককীট ও
৫) মথ/ পূর্ণাঙ্গ পোকা

বৈশিষ্ট্যঃ
লেদা পোকা ফসল খায় না কিন্তু শীষ বা গাছের গোড়া কাটে কারন এই পোকার চোয়াল অনবরত বৃদ্ধি পায় । তাই তা স্বাভাবিক রাখার জন্য ধানের শক্ত অংশ শীষ কেটে তা খাটো রাখে ।
শীষ কাটা লেদা পোকা খাড়া ধানের শীষ কাটে কিন্তু শোয়া ধানের শীষ কাটে না কারন প্রকৃতিগতভাবে শীষকাটা লেদা পোকা জানে যে শুধু মাত্র খাড়া গাছই ধান গাছ এবং তার উপরেই শীষ থাকে কিন্তু শোয়া গাছ ধান গাছ নয় যাতে শীষ ও থাকে না।

****আক্রমণের পর্যায় : শীষ অবস্থা

##### ফসলের যে অংশে আক্রমণ করে : শীষ ও পাতায়।

*******পোকার যেসব স্তর ক্ষতি করে : কীড়া

দমন ব্যবস্থাপনা :
১) ধান কাটার পর জমি চাষ দিয়ে বা নাড়া পুড়িয়ে জমিতে লুকিয়ে থাকা কীড়া ও পুত্তলি মেরে ফেলুন, যা পরবর্তী মৌসুমে পোকার সংখ্যা উলেস্নখযোগ্যভাবে কমায়।

২) পার্চিং বা ডালপালা পুঁতে পোকাখেকো পাখির সাহায্যে দমন করুন।

৩) জমিতে ২_৩ ইঞ্চি সেচ দিলেও এই পোকা দমন করা যেতে পারে।

৪)জমিতে শতকরা ২৫ ভাগ পাতা ক্ষতিগ্রস্থ হলে রাসায়নিক পদ্ধতিতে দমন করুন।
যেমন: সেভিন ৮৫wp (১.৭০ কেজি/হেক্টর) অথবা ক্রুজার৭০০wp অথবা নাইট্রো অথবা কনফিডর৭০wp/ভিটাবান৪৮ইসি/ডাসবান২০ ইত্যাদির যে কোন একটি অনুমোদিত মাত্রায় প্রয়োগ করুন।

বি.দ্র. দিনের আলোতে লুকিয়ে থাকা পোকাগুলো সন্ধ্যায় ধান গাছে দেখা গেলে ঐ সময় কীটনাশক প্রয়োগ করতে হবে।

কৃষি বিষয়ক যেকোন পরামর্শ পেতে নিকটস্থ "কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র (ফিয়াক)" অথবা"উপ সহকারী কৃষি অফিসার" এর সাথে যোগাযোগ করুন।

সোহেল রানা
উপ সহকারী কৃষি অফিসা

Комментарии

Информация по комментариям в разработке