Purbachal American City (US-Bangla group) এখন আর স্বপ্ন নয়, পুরোপুরি বাস্তব। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে বর্তমান সময়ে নগর-পরিকল্পনাতেও এসেছে বিপুল পরিবর্তন। প্রকৃতিকে হুমকির মুখে না ফেলে কিভাবে আধুনিক নগরী গড়ে তোলা যায়, সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে পূর্বাচল আমেরিকান সিটি।
প্রকৃতিকে টিকিয়ে রাখতে সবার আগে কমাতে হবে কার্বন নিঃসরণ । গ্রীন এনার্জি কনসেপ্ট কে সামনে রেখে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনতে প্রকল্পকে সাজানো হয়েছে সবুজে সবুজে। ইতিমধ্যে সোলার স্ট্রিট ল্যাম্প সহ সর্বোচ্চ অক্সিজেন নির্গমন বৃক্ষ “বেঞ্জামিনা ফাইকাস” রোপিত হয়েছে পূর্বাচল আমেরিকান সিটির বুক জুড়ে। প্রকল্পের মেইন রোডসহ অভ্যন্তরের সকল রোডে রোপিত হয়েছে লাখ লাখ বৃক্ষরাজি। এছাড়া রয়েছে ইলেক্ট্রিক কার চার্জিং সুবিধাসহ তারবিহীন সিসি-ক্যামেরা প্রযুক্তি ।
বাংলাদেশের এই প্রথম কোন আবাসন প্রকল্পে যুক্ত হয়েছে “গ্রীন জোন” বা দুইটি প্লটের মাঝে আলো বাতাস চলাচলের জন্য ১২ ফুট খালি জায়গা। এর ফলে বসবাসরত প্লট মালিকেরা আজীবন আলো বাতাসের সুবিধা পেতে থাকবেন ।
বেসরকারী আবাসন প্রকল্পগুলোর মধ্যে আমরাই প্রথম যেখানে রয়েছে ৮ কিলোমিটার দীর্ঘ ১৫০ ফুট প্রশস্ত বিশাল নীল জলের লেক। লেকের পাড়েই রয়েছে সুবিশাল পার্ক। লেকের পাড় জুড়ে রয়েছে দেশী বিদেশী গাছের বিপুল আয়োজন ।
স্মার্ট আবাসন প্রকল্প সবসময় সুস্থ সুন্দর জীবন নিশ্চিত করে। এই আলোকে পূর্বাচল আমেরিকান সিটি হতে চলেছে দেশের প্রথম স্মার্ট সিটি। তারই প্রেক্ষিতে প্রকল্পের ভিতরে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য এবং বিনোদন সেবার অপূর্ব সমন্বয় ।
প্রকল্পের অভ্যন্তরে আমরা স্থাপন করেছি গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এবং ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়া স্পোর্টস এর অংশ হিসাবে আছে ক্রিকেট, ফুটবল, টেনিস, বাস্কেটবল, ক্রিকেট প্র্যাকটিস নেট এবং ফুটসাল গ্রাউন্ড । এছাড়া মানুষের মৌলিক চাহিদা এবং জীবনধারণের সকল উপাদান এখানে বিদ্যমান ।
এসব কিছুর সমন্বয়ে গড়ে উঠেছে আজকের পূর্বাচল আমেরিকান সিটি। অত্যাধুনিক, পরিকল্পিত ও পরিচ্ছন্ন, দেশের প্রথম স্মার্ট সিটি, “পূর্বাচল আমেরিকান সিটি” নিশ্চিত করছে আপনার সুন্দর ভবিষ্যৎ।
তাই আপনি নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন আমাদের উপর।
গ্রীনারী কনসেপ্ট
নগরায়নের যুগে উজাড় হচ্ছে বনাঞ্চল সেইজন্য গ্রীন কনসেপ্ট কে সামনে রেখে প্রকল্পকে সাজানো হয়েছে সবুজ চাদরে। সর্বোচ্চ অক্সিজেন উৎপাদনকারী বৃক্ষ ‘বেঞ্জামিনা ফাইকাস' রোপিত হয়েছে প্রকল্পের প্রতিটি প্লট, ডিভাইডার, রোড, পার্ক, এবং ওয়াকওয়ে তে । দেশী এবং বিদেশী গাছে শোভিত প্রকল্পের মেইন রোড সহ অভ্যন্তরের সকল সড়কগুলো ।
টেকসই আবাসন নির্মাণে পূর্বাচল আমেরিকান সিটির একটি অনন্য উদ্যোগ হলো দুটি প্লটের মাঝে ১২ ফুট খোলা জায়গা বা ‘গ্রীন জোন'। দেশে এই প্রথম ও একমাত্র উদ্যোগটি আপনি পূর্বাচল আমেরিকান সিটিতেই পাবেন। বাসযোগ্য পৃথিবী নির্মাণের শুরু হোক এখানেই ।
অবকাঠামোগত সুবিধাসমূহ
পানি, গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, পোষ্ট অফিস, পয়:নিষ্কাশন, ফায়ার সার্ভিস, পুলিশ স্টেশন।
উল্লেখিত অবকাঠামোর জন্য প্রকল্পে জমি/স্থান নির্ধারিত।
আবাসিক প্লটঃ.২.৮, ৪, ৫, ৬, ও ৭.৫ কাঠা
বাণিজ্যিক প্লটঃ ১০, ১৫ ও ২০ কাঠা
অভ্যন্তরীণ রাস্তা সমূহঃ ২৫ ফুট, ৩০ ফুট, ৩৫ ফুট,
৪০ ফুট, ৪৫ ফুট, ৫০ ফুট, ৬০ ফুট, ৮০ ফুট, ১০০ ফুট ও ১৪০ ফুট প্রশস্ত
অবস্থানগত সুবিধাসমূহ
কুড়িল ফ্লাইওভার থেকে ১৪ মিনিটের দূরত্ব
প্রস্তাবিত ঢাকা-পূর্বাচল এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুবিধা
ঢাকা-সিলেট বাইপাস মহাসড়কের সাথে সংযোগ
প্রকল্পের পাশে প্রস্তাবিত এশিয়ান হাইওয়ের অবস্থান।
এক নজরে প্রকল্প
-মেডিকেল কলেজ হাসপাতাল
-স্মার্ট ট্রাফিক সিস্টেম
-কনভেনশন সেন্টার
-এমিউজমেন্ট পার্ক
-১৪০ ফুট প্রশস্ত রাস্তা বিশ্ববিদ্যালয়
-১৫০ ফুট প্রশস্ত ও
-৮ কি.মি. দীর্ঘ লেক
-আইবি ও ক্যামব্রিজ স্কুল
-সোলার স্ট্রিট লাইট
-বৃটিশ কারিকুলাম স্কুল
-কেন্দ্রীয় মসজিদ
-শপিং মল
-গ্রীন জোন
-পার্ক ও প্লে-ফিল্ড
-শাটল বাস সার্ভিস
-হাইটেক পার্ক
-মেডিকেল সিটি
-গলফ কোর্স
-স্মার্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম | ঢাকা-পূর্বাচল আমেরিকান সিটি | স্মার্ট সিকিউরিটি সিস্টেম
-দেশের প্রথম রিক্সা ফ্রি সিটি
-বিজনেস ডিসট্রিক্ট
সিকিউরিটি
পূর্বাচল আমেরিকান সিটি নিরাপত্তার ব্যাপারে আপোষহীন । পুরো প্রজেক্ট জুড়ে রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা । ওয়াইফাই সিকিউরিটি ক্যামেরা, নিজস্ব চৌকস আর্মড সিকিউরিটি ফোর্স, নিরাপত্তা বেষ্টনী, টহল গাড়িসহ ইন্টেলিজেন্স ফেস ডিটেকশন টেকনোলজি নিয়ে আমাদের নিরাপত্তা সিস্টেম কাজ করে চলেছে অবিরাম ।
এছাড়া প্রকল্পে প্রবেশের মুখেই রয়েছে অটোমেটেড কলাপসিবল গেট, যা প্রকল্পে গাড়ি চলাচল ও অবাঞ্ছিত প্রবেশ নিয়ন্ত্রণ করে সহজেই।
আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিনিয়োগ করুন ভবিষ্যতের নতুন ঢাকায়।
বিস্তারিত তথ্যের জন্য সরাসরি অথবা মোবাইল এর মাধ্যমে যোগাযোগ করুনঃ
Obidullah Chowdhury (Nishat)
Cell: +8801894-940204 (Whatsapp/IMO)
==========================================
আমার অন্য ভিডিও গুলো দেখতে Click করুন-
https://www.youtube.com/channel/UCNHk...
==========================================
Related tags :
#purbachalamericancity #americancity #purbachal #purbachalreadyland #land #plot #realestate #usbangla #usbanglaassetsltd #usbanglagroup #usbanglaairlines #purbachalnewtown #purbachalrajuk #purbachalamericancity #purbachallandproject #landdeveloper #purbachalnewtown #landproject #realestate #bangladeshairforce
Информация по комментариям в разработке