আগুন থেকে মিষ্টি তৈরি-যাদুশিল্পী মোহাম্মদ আলী Mstv bd

Описание к видео আগুন থেকে মিষ্টি তৈরি-যাদুশিল্পী মোহাম্মদ আলী Mstv bd

-যাদুশিল্পী মোহাম্মদ আলী Mstv bd

place like share subscribe

বিয়ে,জন্মদিন,পিকনিক,সুন্নতে খাৎনা,মুখে ভাত,কোম্পানি কন্ফারেন্স,সাংস্কৃতিক সহ যে কোন বিনোদন মূলক অনুষ্ঠানে যাদু প্রদর্শন দেখতে যোগাযোগ করুন
🎩যাদুশিল্পী মোহাম্মদ আলী🎩
দামুড়হুদা মালিক সুপার মার্কেট
দোকান নং ৭৭/৭৮
মোবাঃ ০১৭১৯৮৩৮৭১০
দামুড়হুদা চুয়াডাঙ্গা.

ম্যাজিক ইজ নাথিং ইট ইজ টেকনিক অফ ফাইভ ফিঙ্গার্স।

আমার ম্যাজিক গুলি দেখুন আনান্দ উপভোগ করুন

দেখুন আগুন থেকে কিভাবে মিষ্টি তৈরি করা হয়
   • আগুন থেকে মিষ্টি তৈরি best magic audi...  

দেখুন মুখ দিয়ে খেয়ে দুধ কান দিয়ে বাহির করা
   • বাচ্চাকে দুধ খাওয়ানো real magic-যাদুশ...  

দেখুন একটি সিকারেট চোখের পলকে কিভাবে ছোট হয়ে যায়
   • magic একটি সিকারেট কিভাবে চোঁখের সামন...  

দেখুন রঙ্গিন কাগজ খেয়ে কিভাবে,ব্লেড বাহির করা হয়
   • magic কাগজ খেয়ে ব্লেড বাহির-যাদুশিল্প...  

দেখুন কিভাবে আগুন ছারা মুড়ি ভাজা হয়
   • magic যাদুর মুড়ি-যাদুশিল্পী মোহাম্মদ ...  

দেখুন যাদুকর কিভাবে দুধ বাহির করে
   • magic ম্যাজিক দুধের ফিডার-যাদুশিল্পী ...  

দেখুন যাদুকর কিভাবে চোঁখের পলকে এক প্যাকেট তাস উধাও করে
   • Magic তাসের প্যাকেট উধাও-যাদুশিল্পী ম...  

যাদুশিল্পী মোহাম্মদ আলীর জাদু জিবন

"যাদুশিল্পী মোহাম্মদ আলী"
জন্ম ১৯৮০ সালের ১৩ই Psৃ্টোবর,চার ভাই,দুই বোনের মধ্যে তিনি সবার ছোট,বাবা সবুর আলী ছিলেন ব্যাবসায়ি এবং মা গৃহিণী,স্ত্রী নাজমা,ছেলে অয়ন,মেয়ে উয়াফা,এই নিয়েই যাদুশিল্পী মোহাম্মদ আলীর জিবন।
দেশের খ্যাতনামা জাদু শিল্পী মন্টু ম্যাজিশিয়ানের জাদু দেখে অনুপ্রাণিত হয়ে পড়লো কিশোর মোহাম্মদ আলী। তাছারা ছোটবেলা থেকেই জাদুর প্রতি তার ছিলো আলাদাটান। জাদু শিখবো জাদু শিখবো করে তার লেখাপড়াটাও বেশিদূর এগুতে পারিনি সে। তখন বয়স মাত্র ১৫। তখন প্রথম সুযোগ এলো জাদু দেখার। দামুড়হুদা স্টেডিয়ামে জাদু দেখাতে আসছেন দেশের খ্যাতনামা জাদু শিল্পী মন্টু ম্যাজিশিয়ান। দুটি তরবারির ওপর একটি কিশোরীকে রাখা হলো। পরে তরবারি দুটো সরিয়ে নেয়ার পর কিশোরীটি শূন্যে ভাসমান অবস্থায় থেকে গেলো। যেন বিশ্বাসই হচ্ছিলো না। কি করে করলো? জাদুটি আমার শিখতেই হবে। আমি কি পারবো? এমন নানা প্রশ্ন উকি দিতে লাগলো কিশোর মোহাম্মদ আলীর মনে। শেষমেশ বড় ভাই এর সহযোগিতাই মন্টু সাহেবের সাথে পরিচয় এবং জাদু শেখার সুযোগ টি করে নিলেন। মন্টু সাহেবের সান্নিধ্য
পেয়ে জাদু শেখার নেশায় শিকেই উঠলো লেখাপড়াটাও। বেশ কয়েক বছর মন্টু ম্যাজিশিয়ানের সাথে সহযোগী শিল্পী হিসেবে কাজ করতে থাকলো সে। মন্টু ম্যাজিশিয়ানের কাছেই তার প্রথম হাতে খড়ি। ফ্লাওয়ার গার্ডেন,অদৃশ্য লেখা,দুধ দিয়ে চকলেট তৈরি,আগুন থেকে কবুতর,লাঠি থেকে ছাতা। এ রকম বেশকিছু ম্যাজিক রপ্ত করলো কিশোর মোহাম্মদ আলী। যাওয়ার সুযোগ হলো দেশের বিভিন্ন প্রান্তে। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার কৃতি সন্তান মোহাম্মদ আলী তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন,ম্যাজিক দেখিয়ে মানুষকে আনান্দ দিতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তাই ম্যাজিকের প্রতি আলাদা একটা নেশা। ম্যাজিক ইজ নাথিং ইট ইজ টেকনিক অফ ফাইভ ফিঙ্গার্স। ইচ্ছা করলে আপনিও শিখতে পারেন এই জাদুর কেরামতি।
তারপর একে একে পরচয় হতে লাগলো দেশ বিদেশের বিভিন্ন জাদু শিল্পীদের সাথে আর এভাবেই পেতে লাগলো জাদুর উপর উৎসাহ উদ্দীপনা,সার্টিফিকেট,এ্যাওয়ার্ড,পুরস্কার,কখন যেন হয়ে গেলো,চুয়াডাঙ্গা জেলার মোহাম্মদ আলী থেকে বাংলাদেশের খ্যাতিমান যাদুশিল্পী মোহাম্মদ আলী।

Комментарии

Информация по комментариям в разработке