মক্কায় ইমাম মাহদির আগমন, তাও আবার বাংলাদেশি🤔🤔
📌বাংলাদেশ থেকে পালিয়ে সৌদি আরবে আত্নগোপন করে নিজেকে ইমাম মাহাদী ঘোষণা করলেন ভন্ড আরমান। কয়েকঘন্টা আগে তিনি এই ঘোষণা দেন।
shorturl.at/pEGX1
কিছুদিন আগে বাংলাদেশ থেকে পালিয়ে হজ্জে যাওয়ার সময় তার ১৭ জন অনুসারী প্রশাসনের হাতে গ্রেফতার হয়। shorturl.at/atuKM
গত বেশ কয়েকবছর ধরে মুফতি কাজী ইব্রাহিম সহ আরো অনেক শায়েখরা ইমাম মাহদি আসার খবর জোরেশোরে প্রচার করা শুরু করেছিল। কাজী সাহেব প্রায় নিশ্চিত করেছিল ২০১৯ এ আসবে।
ইমাম মাহাদীর কিছু লক্ষণঃ
১/ইমাম মাহদীর জন্ম হবে জাজিরাতুল আরবে।
২/ইমাম মাহদীর দুই হাত দুই পায়ের হাঁটু পর্যন্ত সাভাবিক এরচেয়ে বেশি লম্বা হবে।
৩/ইমাম মাহদীর আত্মপ্রকাশ হওয়ার আগের বছর হজ্জ বন্ধ থাকবে।
৪/ তিনি কখনই নিজের পরিচয় দিবেন না।
৫/ যে বছরে আত্মপ্রকাশ ঘটবে সে-ই বছর হজ্জ
আদায়কারীগণ উপস্থিতিতে আল্লাহ খায়েব থেকে আওয়াজ দিবেন, হাজা খালিফাতুল্লাহিল মাহদী।
সুতরাং এর দারা স্পষ্ট ভন্ড আরমান ইমাম মাহদী নন। সবচেয়ে বড় কথা হল ইমাম মাহাদীর আগমন ফেসবুকের মাধ্যমে ঘটবে না।
আরমান সহ যারা ইমাম মাহাদী নিয়ে বেশি লাফায় তাদের ডিম থেরাপি দিলে আসল রহস্য বের হয়ে আসবে।
এসব ফেতনা থেকে আল্লাহ সবাই কে হেফাজত করুন।
নামঃ মোস্তাক মোহাম্মদ আরমান, বয়স ৪০ এর কাছাকাছি। এক্স #বুয়েটিয়ান, আরবী, ইংরেজি, উর্দু সহ প্রায় কয়েকটি ভাষায় পারদর্শী। বুয়েটে পড়াকালীন থেকেই দাওয়াত ও তাবলিগ এর সাথে জড়িত ছিলেন,, দাওয়াতি কাজেই সারাক্ষণ ব্যাস্ত থাকতেন,, বুয়েটে পড়াকালীন সময়ে কোরআন শিখেন,, আরবী ভাষা শিখেন,, বিগত প্রায় ১৮-২০ বছর দাওয়াত ও তাবলিগের সাথে লেগে আছেন।
ছাত্র জীবন থেকেই তিনি সাদাসিধে ছিলেন বলে জানা যায়,,,
হঠাৎ করে ২০১৬ সালে চাকরি বাকরি ছেড়ে সামাজিক আইসোলোশন হয়ে যান,,, একটি নির্জন এলাকায় চলে যান। আর অনলাইন অফলাইনে দাওয়াতি কাজ করে যেতে থাকেন,,, তিনি সবসময় ফেসবুকে সবাইকে ইমাম মাহদি সমপর্কে হাদীস সমূহ শুনাতে থাকেন এবং প্রচার করেন।
এতে করে ওনার বেশ কিছু ফলোয়ার তৈরি হন,
সমস্যাটা বাধে গত জানুয়ারি মাসের শেষ দিকে,
তিনি স্বপ্ন দেখেন,, জিব্রাইল আলাইহিস সালাম কে, যে কেয়ামতের বড় আলামত গুলি ২০২০ এ প্রকাশ হবে,, রমযানে ইমাম মাহদির আত্ম প্রকাশ হবে।
(ওনার ভাষ্যমতে)
এতটুকু তে সিমাবদ্ধ থাকলে কোনো সমস্যা হতোনা,, কিন্ত সমস্য শুরু হয় মার্চ ২০২০ থেকে,, তিনি ধারাবাহিক ভাবে স্বপ্ন দেখতে থাকেন
"ইমাম মাহদির জন্ম হয়েছে ১৯৮১ সালে, এবং রাসূলের হাদীস " মাহিদীর আগমন হবে মদীনার পূর্ব থেকে"" তিনি এই মদিনার পুর্ব পাশের থেকে ব্যাখ্যা করেন,, বাংলাদেশ থেকেই ইমাম মাহদি জন্ম হয়েছেন।"
ফেব্রুয়ারি ২০২০ সালে তিনি ছোট একটি কাফেলা নিয়ে ওমরা করতে গিয়ে সেখান থেকে নিখোজ হয়ে যান,, এখন তিনি মক্কা কিংবা মদিনার কোথাও আত্মগোপন এ আছেন,, সেখান থেকে প্রতিদিন ভিডিও দিচ্ছেন,,
তারপর দাবি করেন, জিবরাঈল (আ) তাকে স্বপ্ন দেখিয়েছেন
"২০২০ সালের ৭ই রামযান ইমাম মাহদী আত্মপ্রকাশ হবে। মাহদি ১৯৮১ সালে বাংলাদেশে জন্ম গ্রহণ করেছেন, বর্তমান মাহদি মক্কাতে আত্মগোপন আছেন। "
শুধু তাই নয় সে তার কথার উপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন
" তার কথা যদি কারো সন্দেহ হয়, তারা যেনো ইস্তেখারা করে,, ইতমধ্যে নাকি যারা ইস্তেখারা করেছে, তারাও স্বপ্নে জিবরাঈল ফেরেশতা দেখেছে।"
আহসানুল্লাহ ইউনিভার্সিটির ৬-৭ জন আছে তার দলে
তারা সবাই এখন মক্কায় আত্মগোপন,,
পরে আবার বললেন
"ইমাম মাহদীর ৭ রমযান আসবেন,, এবং সে তার সহযোগী হবেন"
কিছুদিন পর আবার বলতেছেন,
"মাহদি বাংলাদেশ থেকে পালিয়ে এসে মক্কায় আছেন,, ৭ রমাযান বের হবে,, ৬ রমাযান আল্লাহ তাকে পরিপূর্ণ নেতৃত্ব যোগ্য করে তুলবেন।"
যাইহোক অবশেষে সে আজ নিজেকে ইমাম মাহাদী দাবি করে বসল!!!
সংগৃহীত...
#ভুয়া_ভন্ড #ইমাম_মাহদী_দাবিদার
YouTube Link : • মক্কায় ইমাম মাহদির আগমন, তাও আবার বাংলাদে...
Информация по комментариям в разработке