১) আদব, ভক্তি, মহব্বত, বুদ্ধি ও সাহস একজন মানুষের পূর্ণ মুমিন হওয়ার জন্য একান্ত আবশ্যক।
২) জীব আত্মা জাগতিক দুনিয়ার খানা খেয়ে জীবিত থাকে, পরম আত্মার খানা আল্লাহর জিকির। আল্লাহর জিকির ক্বলবে না থাকলে নাজাতের আশা করা অনেক বড় ভুল, র্নিবুদ্ধিতা এবং হতাশার।
৩) হেদায়েতি আত্মা আল্লাহর নূর দ্বারা আলোকিত হয়ে থাকে, ঐ আত্মা আল্লাহর জিকির হতে এক মূহুর্তও গাফেল থাকে না, এই হেদায়েতি আত্মা অনন্ত অসীম জাতপাক নূরের সত্তা।
৪) আল্লাহপাকের ধ্যানের ছবি মোর প্রিয় নবীজি।
৫) ক্বলবের জিকির জারি এমন একটি নিয়ামত, যা পৃথিবীর সকল সম্পদ একত্র করলেও এর সমপরিমান হবে না।
৬) চরিত্র দিয়ে পৃথিবী জয় করা যায়, চরিত্র নষ্ট হলে সমগ্র পৃথিবী দিয়ে কেনা যাবে না।
৭) তওবাকারী তওবা করলে আল্লাহ মাফ করেন যদি তওবাকারীর তওবা অটল থাকে।
৮) জাগতিক পৃথিবীর আনন্দ হতে দুঃখ-বেদনার কান্না আল্লাহর নিকট অধিক মর্তবার।
৯) জান্নাতের লোভে যেওনা ইবাদতে, আল্লাহ থাকেনা তাতে; যদি থাকে পাওয়ার আশা আল্লাহকে, তবে ডাকো আল্লাহকে প্রতি নিঃশ্বাসে।
১০) হে মানবজাতি, যা সৃষ্টি করতে পার না তা ধ্বংস করতে যেও না, কারণ এ তো মহাপাপের আলামত বহনকারী।
১১) ওহে রাজা-বাদশা! রাজতন্ত্রের অহংকার তো শুধু এ পৃথিবীতেই, আল্লাহর নিকট তুমিও ভিখারী।
১২) হাশরের ময়দানে জিকিরকারীদের ডেকে পরম করুণাময় আল্লাহ ও রাসুল (সাঃ) তাঁদের নিজ ছায়াতলে রাখবেন, জিকিরকারীদের জন্য শাফাআতের প্রয়োজন নাই।
১৩) দরবার শরীফের খানা কোন মানুষের উপার্জন ও অর্জিত নয়; এই খানা ও রিযিক একমাত্র আল্লাহর ইশারা ও আদেশে এসে থাকে, এ তো মাকছুমের খানা।
১৪) দরবার শরীফ মহান আল্লাহপাকের নিজস্ব উপকার সাধনের জন্য নয়, এটা মানুষের হেদায়েতের স্থান। মুমিন ও জাকেরদের জন্য এ তো নিশ্চিত ভাবে জান্নাতি সুঘ্রাণ।
১৫) ওহে সৃষ্টি এসেছ স্রষ্টা হতে! কে সৃষ্টি? কে স্রষ্টা? তুমিই স্রষ্টার সৃষ্টি, তুমিই স্রষ্টার সত্তা ।
১৬) আল্লাহপাক ঘোষণা করেছেন, ওয়াদা ভঙ্গকারী নিকৃষ্ট।
১৭) সাবধান! পীর বা অলিআল্লাহগণ কোন চিন্তায় চিন্তিত নন, কোন দুঃখে দুঃখিতও নন, কোন ভয়ে ভীতও নন। যেহেতু অলিআল্লাহর হাত স্বয়ং আল্লাহপাকের সাহায্যের হাত, তাই এ আল্লাহ পরিচালিত।
১৮) অন্তরের ব্যাথা বড় কষ্টের, মুসলমান মুসলমানের অন্তরে ব্যাথা দিলে উভয় অন্তরই ব্যাথা পায়।
১৯) আল্লাহর অমৃত সুধার আহরণে খাওয়া, ঘুম ও অশান্তি কোন কিছুই থাকে না। যে সেই আল্লাহ প্রেমের অমৃত সুধা পান না করেই দুনিয়া হতে প্রস্থান করলো, কাল হাশরে সে-ই দুঃখী, অন্ধ এবং হতভাগ্য।
২০) আল্লাহ আদম তৈরী করতেন না, অন্যথায় আল্লাহর বাসস্থান থাকলে।
২১) জীবন ও জীবনের কর্ম দ্বারা ইতিহাস তৈরী হয়, ইতিহাস জীবন নয়। জীবনের কর্ম দ্বারা ঐ ইতিহাস তৈরী কর, যে ইতিহাস অনন্তকাল কথা বলবে।
২২) যে অপরের উপকার করল সে তার নিজেরই উপকার করল, যে অপরের প্রতি হিংসা করল সে নিজের প্রতিই হিংসা করল, পরের ধ্বংস চাইলে নিজের ধ্বংস অনিবার্য।
২৩) মহান আল্লাহতায়ালাকে যে কোন জাতি অন্তরে মহব্বতের সাথে যদি স্বীকার করে ও ডাকে, মহান আল্লাহপাক একদিন তাদের জান্নাতে দিবেন।
২৪) ওহে মানবকুল! সামান্য সময়ের জন্য তুমি মেহমান হয়ে পৃথিবীতে এসেছ কারো মেহমানদারী করতে। তুমি কি পেরেছ মেহমান হতে কিংবা মেহমানদারী করতে? ভেবেছ কি পৃথিবীতে তোমার সময় কতক্ষণ?
২৫) জিকিরকারী জাকেরগণ সবাই আল্লাহর মেহমান, জাকেরদের কাছে মাকছুমের খানা পৌঁছে থাকে। জাকেরগণ সবাই আল্লাহর রহমতি রিযিকের খানা খায়।
২৬) ওহে জাকেরগণ! রাসুল (সাঃ)-এর আদর্শ ও আচরণ অনুসরণ কর।
Информация по комментариям в разработке