হাজারদুয়ারী প্রাসাদের নকল দরজার আসল রহস্য | Hazarduari Palace Museum |

Описание к видео হাজারদুয়ারী প্রাসাদের নকল দরজার আসল রহস্য | Hazarduari Palace Museum |

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শহর মুর্শিদাবাদে পর্যটকদের অন্যতম আকর্ষণ হাজারদুয়ারি প্রাসাদ। স্থানীয়দের মতে, একহাজার দরজা রয়েছে বলে এমন নামকরণ। প্রাসাদে ৯০০টি প্রকৃত দরজা আর বাকি ১০০টি দরজা নকল। এর কারণ চমকপ্রদ। হাজারদুয়ারি প্রাসাদ নবাব আর ব্রিটিশদের বিচারালয় হিসেবেও ব্যবহার হতো। বিচারকার্য পরিচালনার সময় কেউ যেন পালিয়ে যেতে না পারে সেজন্য বিচারপ্রার্থীদের বোকা বানাতে ও শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে একহাজার দরজার মধ্যে ১০০টি নকল রাখা হয়। বাকিগুলো একটি চাবি দিয়েই খোলা ও বন্ধ করা যায়।

#hazarduari_place #nabab #hazarduari #murshidabad #nabab_sirajuddaula #indian_wander_thirst

Комментарии

Информация по комментариям в разработке